কবিতা ।। হায় স্বাধীনতা ।। জয়শ্রী সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। হায় স্বাধীনতা ।। জয়শ্রী সরকার

 

হায় স্বাধীনতা

      
    জয়শ্রী সরকার

একটা নয়, দু'টো নয়, পঁচাত্তরটা বছর পার করে দিলি মা
আমার স্বদেশ, আমার স্বাধীনতা !
রক্তক্ষরণ হয়েছে অনেক, ছড়িয়েছিস্‌ অফুরান অশ্রু,
কী পেলি ? ইতিহাসের পাতা উলটে যা -------

মহাসমারোহে পালন করতে চলেছি স্বাধীনতার হীরক জয়ন্তী,
শুধু চেতনায় ভুলতে বসেছি তাদের কথা, যাদের আত্মবলিদানে
আজকের এই স্বাধীনতা । চারিদিকে শুধুই মিথ্যার বেসাতি ।
আমার দেশ, আমার জন্মভূমি !
বিজ্ঞান তোকে গরিয়সী করেছে, ড্রয়িংরুমেই বিশ্বায়ন ।
তবু, এত বারুদ কেন তোর ভান্ডারে !
আন্ডারওয়াল্ডের বাজারটা একটু বেশীই রমরমা,
বণিকবিশ্ব হাতছানি দেয়, ওপরের আধপোড়া মানুষগুলো
কবে যে থিতু হবে মৃত্তিকার শিকড়ই তা জানে ;
এত অশ্রু, এত অন্ধকারে দেশ -------
তবু, আনন্দের বেলোয়াড়ি বন্যায় মাতোয়ারা ।

ভারতবর্ষ, আমার মা, আমার জন্মভূমি !
স্বাধীনতার এতগুলো সূর্যোদয় পার করলি -----
তবু, তোর চোখে জল,
শূন্য বুকে এক পাহাড় জমাটবাঁধা অভিমান !
কত আজনবি পেয়ে গেল রাজতিলক ----- তবু,
তোর বীর সন্তানকে দিতে পারলি না যোগ্য স্বীকৃতিটুকুও ।
আমরা যেন সেই ফিনিক্সপাখি,
ধোয়াশাচ্ছন্ন হাজার বছরের ভস্ম ভেদ করে
যারা আজকের দিনটাতে ফিরে ফিরে আসি
তোর কর্মযোগী বীর সন্তানদের সেলাম জানাতে !

ভারতবর্ষ, আমার জন্মভূমি, আমার দেশ !
এত বিদ্বেষ বুকে নিয়ে হাঁটুর নিচে মুখ গুঁজে
আর কতদিন হাঁটবি ?
অথচ দ্যাখ্‌, তোর ছোট্ট শিশুটাও হারিয়ে ফেলেছে সবুজ শৈশব,
 বোকাবাক্স আর অন্তর্জালে বন্দি । শুধু কানামাছি ভোঁ-ভোঁ -------
দেশের তাবড় তারুণ্য আই টি সেক্টরে হুমড়ি খাচ্ছে
বিদেশ গিয়ে ডলার আনবে বলে ;
আনাচে-কানাচে বৃদ্ধাশ্রম ------ তবু,
সন্তানের শুভকামনায় আজও তুই বেঁচে আছিস্‌
আরও একটা সূর্যভোর দেখবি বলে ।

সোসালিজম্‌-অ্যানার্কিজম্‌- অ্যানিহিলিজম্‌ বুঝি না কিছু,
বুঝি শুধু মানব-উত্থান ।
তাই, আর কোনো জনযুদ্ধ নয়, মনযুদ্ধ নয়,
অশান্তির ঘূর্ণাবর্ত নয়, নয় কোনো রক্তপাত ;
শুধু ফিরিয়ে দে শান্তির বাতাবরণ আর
স্বাধীন দেশ গড়ার সবুজ স্বপ্নটাকে ।
ভারতবর্ষ, আমার দেশ, আমার মা, আমার রক্ত,
আমার জন্মভূমি, আমার স্বাধীনতা !

*********************************************************

জয়শ্রী সরকার
'দিনান্তিকা', প্রেমবাজার, খড়্গপুর,
পশ্চিম মেদিনীপুর ---- ৭২১৩০৬

 

No comments:

Post a Comment