কবিতা ।। সুপ্ত আগ্নেয়গিরি ।। দেবব্রত মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। সুপ্ত আগ্নেয়গিরি ।। দেবব্রত মণ্ডল

 

সুপ্ত আগ্নেয়গিরি

দেবব্রত মণ্ডল


এক পেট খিদে নিয়ে যুদ্ধের পতাকা বওয়া যায় না।
ভরা পেট আর ভরা হাত - যুদ্ধের মূলধন।
তুমি, আমি, আমরা সবাই বেঁচে থাকার যুদ্ধে অনবরত তিল তিল করে মরছি।
গলি থেকে রাজপথ বিদ্রোহ থম থম করছে সুপ্ত আগ্নেয়গিরি হয়ে,
কোথাও বা বইছে ফল্গু ধারায়।
এক পেট খিদে নিয়ে যুদ্ধের পতাকা বোয়া যায় না।
 
===================


নাম - দেবব্রত মণ্ডল
ঠিকানা -গ্রাম + পোস্ট - দোস্তপুর। 
থানা - ফলতা ।
জেলা - দক্ষিণ 24 পরগনা ।
পিন - 743504

No comments:

Post a Comment