কবিতা ।। স্বাধীন বাংলাদেশ ।। রেজাউল করিম রোমেল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। স্বাধীন বাংলাদেশ ।। রেজাউল করিম রোমেল

 

স্বাধীন বাংলাদেশ 

রেজাউল করিম রোমেল 


অনেক ঝড় ঝাপটা পার করে
আজ আমাদের বাংলাদেশ,
দেশের ভিতরে ও বাইরের শত্রু মুক্ত নয়।
ওৎ পেতে বসে আছে
এদেশকে ধ্বংস করতে।
তবুও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,
শত বাঁধা বিপত্তি পার করে।
ত্রিশ লক্ষ শহীদ ও দু লক্ষ
মা বোনের সম্ভ্রমের বিনিময়ে 
অর্জিত অামাদের প্রিয় স্বদেশ।
মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে জয় করেছে এদেশ।
এগিয়ে যাচ্ছে বাংলাদেশ 
এগিয়ে যাবে,
রুখতে পারবে না কেউ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
স্বপ্নের সোনার বাংলাদেশ একদিন হবেই হবে,
যতই আসুক বাঁধা।

------------------------------------------------------------
রেজাউল করিম রোমেল ।
চাঁচড়া, রায়পাড়া, 
ইসমাঈল কলোনী, যশোর। 
বাংলাদেশ। 

On 7/25/22, Rezaul Karim Romel <rkromel85@gmail.com> wrote:
>
>

No comments:

Post a Comment