কবিতা ।। স্বাধীনতার পঁচাত্তরে ।। রঞ্জন কুমার মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। স্বাধীনতার পঁচাত্তরে ।। রঞ্জন কুমার মণ্ডল




স্বাধীনতার পঁচাত্তরে

রঞ্জন কুমার মণ্ডল

 
স্বাধীনতার  পঁচাত্তরে সবা'র মনে উদ্বেগ ভয়
আজকের এই স্বাধীনতায় বাড়ছে দ্রুত সংশয়!
স্বাধীনতার পঁচাত্তরে আজও মানুষ নিরক্ষর!
ডাইনি প্রথা রয়ে গেছে আজও মানুষ যাযাবর।
স্বাধীনতার পঁচাত্তরে আজও মানুষ কর্মহারা
মধ‍্যবিত্ত ও নিম্নবিত্ত তলিয়ে যাচ্ছে নিত‍্য তারা।

স্বাধীনতার পঁচাত্তরে স্বকীয় স্বজন পোষণ
ধর্মনিয়ে মাতামাতি দারুণ ভাবে চলছে তোষণ।
স্বাধীনতার পঁচাত্তরে লুটতরাজে মন্ত্রী  নেতা 
রাজনীতি কৌশলীদের চুরি নিয়ে সাফাই গাথা।
স্বাধীনতার পঁচাত্তরে আজও মানুষ অনাহারে
জনগণের  খাদ‍্যখাবার খাচ্ছে লুটে নেতা চোরে

স্বাধীনতার পঁচাত্তরে ঋণফেরারী শিল্পপতি
শিল্পেতে ঋণ অনাদায়ী হাঁড়ির হালে অর্থনীতি।
স্বাধীনতার পঁচাত্তরে দিনকে দিন বাড়ছে দীন
দেশপ্রধান দিচ্ছে ভাষণ এসে গেছে আচ্ছেদিন!
স্বাধীনতার পঁচাত্তরে নিরাপত্তার প্রশ্নে আসি
রাজনীতিতে খুন বাড়ছে মেকিসেবার রেষারেষি।

স্বাধীনতার পঁচাত্তরে ভয় সন্ত্রাস রোজ বিদ্বেষ 
চক্রান্ত ষড়যন্ত্রে ভাঙছে সমাজ ভাঙছে দেশ।
স্বাধীনতার পঁচাত্তরে শিক্ষার যে কি ভবিষ‍্যত! 
চিকিৎসা পরিসেবায় জনগণ বেশ কুপোকাৎ।
স্বাধীনতার পঁচাত্তরে কল,কারখানা হচ্ছে চুপ
জাগার প্রশ্নে গর্দান যাবে স্বাধীনতার নবরূপ!

==========================

 
রঞ্জন কুমার মণ্ডল 
গ্রাম+পোঃ- সারাঙ্গাবাদ, থানা- মহেশতলা
দক্ষিণ ২৪পরগণা, পিন- ৭০০১৩৭.


1 comment:

  1. Kabitata bastaber pratichhabi khoob sundar

    ReplyDelete