কবিতা ।। স্বাধীনতার ৭৫ বছর ।। মীরা রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। স্বাধীনতার ৭৫ বছর ।। মীরা রায়

 

স্বাধীনতার ৭৫ বছর
মীরা রায়
 
আমরা স্বাধীন ভারতে বাস করি
এটাই আমাদের গর্ব
করতে চাই না আমার দেশের মাটি
কালি লেপন করে খর্ব।
স্বাধীন দেশে  বাস তো করি
আমরা তো মনে মনে পরাধীন
এ পরাধীনতা ঘুচাবো কি ভাবে
তোমরাই বল যারা আছো নবীন।
নিজেরা দলাদলি করি
নিজেরা করি নিজেদের মধ্যে মারামারি
সামান্য স্বার্থে কতকিছু করে বসি
তার কি হিসাব করি?
নিজের প্রয়োজনে দেশ বিক্রি করি
একবার ও ভাবিনা কত কষ্টের এই স্বাধীনতা
কত শত শহীদের রক্তের বিনিময়ে
এসেছে আমাদের স্বাধীনতার সফলতা।
নিজের কোলে ঝোল টানতে গিয়ে
বিকিয়ে যাচ্ছে এই দেশটা
ভাবছে না কেউ কি হতে পারে
কি দুঃখ আছে এর শেষটা।
বিদেশে বাড়ে ঋণের বোঝা
আমরা আজ বড় অসহায়
আবার পরাধীনতার পথে ঠেলছে নাকি
সেটা বোঝা আমাদের দায়।
এখনো যদি জনগণ না বুঝতে পারে
বিপদ ঠেকাবে কি ভাবে
কোনো বিপ্লবী আর থাকবে না পাশে
তখন বুঝে আর কি হবে?
==============

মীরা রায়
আঁকড়িশ্রীরামপুর পুরশুড়া হুগলি




No comments:

Post a Comment