স্বাধীনতা দিবসেরর দুটি কবিতা ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

স্বাধীনতা দিবসেরর দুটি কবিতা ।। প্রতীক মিত্র

 

স্বাধীনতা দিবসের দুটি কবিতা ।। প্রতীক মিত্র

অক্ষর আর স্বাধীনতা


অক্ষরগুলোকে উদাসীন হতে বলি।
তারা হতে পারে না মানুষের মতন করে।
তাদের কিন্তু বিবেক, হাত-পা নেই।
তারা ঠিক মেপে নেয় হাওয়া রাজনীতির :
কোন দিক থেকে কোন দিকে কতটা জোরে সে বইবে…
তবে অক্ষরগুলোর মিলও থাকে মানুষগুলোর সাথে।
মানুষগুলোর মতনই তারা অনেক কিছু জানলেও
স্বাধীনতা বলে যে 
কিছু একটা আছে সেটা তারা জানেনা
জানেনা যে এভাবে স্বাধীনতা নষ্ট করা যায় না।
অথচ বৃষ্টির বাড়তি জল ছাদের পাইপ দিয়ে
ধুয়ে যাওয়ার মতন
স্বাধীনতা নষ্ট হতে থাকে,
স্বাধীনতা ধুয়ে যেতে থাকে।
 

স্বাধীনতার বার্ধক্যে


আমরা ভালো আছি 
এমনটা ধরে নেওয়াই ভালো। নইলে কে বা
কারা কোথ্থেকে এসে ধরে নেবে, ধমকাবে,
মারবে হয়তো মারতে মারতে মেরেই ফেলবে
বলা যায় না।
বলা কোনো কিছুই যায় না;
মানে এই যে আসলে
আমরা ভালো নেই
স্বাধীনতার বার্ধক্য চলে এলেও।
অনৈতিকতা, অরাজকতা, অসততা, অমানবিকতা
---এরা ভালো আছে। এদের সদাগরী করে
যারা তারাও ভালো আছে।
অথচ এমনটা হওয়ার কথা ছিল না।
দেশ এই জন্য এত রক্তপাত এত বলিদানের 
ফলস্বরুপ স্বাধীন হয়নি।
এখন এই দেশে দ্বেষের গন্ধ।
এখন এ দেশে পরাধীনতার ছন্দ।
অগত্যা ঝামেলায় না জড়িয়ে 
কোনো নেতা-নেত্রী-গুন্ডার চোখরাঙানির
শিকার না হয়ে আমরা ভীত এই স্বীকারোক্তি দিয়ে
এমনটা ধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ;
আমরা ভালো আছি!
==============
প্রতীক মিত্র
কোন্নগর-712235, পশ্চিমবঙ্গ



















No comments:

Post a Comment