কবিতা ।। কানাই-মালী ।। বলরাম দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। কানাই-মালী ।। বলরাম দাস


কানাই-মালী

বলরাম দাস



স্বপ্ন-নীল এই ভোরে খুলেছে সব কুটিরের দোর। 
                চলছে পথে যে যার মনে
                দেখা হলো মালীর সনে
     হ্যাঁ-গো মালী, তুমি এখন যাবে কতদুর? 
জজ্ সাহেবের বাড়ি দেখ ও--ই যে অট্টালিকা। 
                পাকা গলি আইনের কথা
                শুনলে লাগে প্রাণে ব্যাথা
জংলা ছেঁটে ফুল ফুটাব আনব রুজির টাকা। । 
দিনমজুরের টাকাকড়ি আইনের প্যাচে গড়াগড়ি
                বুঝলে এবার মালী দাদা? 
               মিছেই ওদের পোশাক সাদা
সত্য-মিথ্যার অন্তরালে অসহায়দের হাতকড়ি।। 
ওসব ছেড়ে বল ---চললে তুমি কোন ভাগারে। 
               হাতুড়ি-করাত, গাইতি-শাবল
                  ভাঙ্গা-গড়ার যন্ত্র সকল
নতুন কিছু করবে কোথাও উজান গাঙ্গের পারে?
রাত দুপুরে ঘরে বসে লক্ষ তারার হিসেব কষে
                যাচ্ছি আমি ভবার গা'য়
                   হাঁটি-হাঁটি দুটি পায়
রাজাবাবুর প্রাসাদ হবে মস্তবড় গাছের পাশে। 
বড়ো ব্যাথা মনের কথা একটু খানি বসো। 
                  দুহাত ভরা কত ফুল
               স্বাধীন দেশে শোকাকূল! 
মালা গেথে বিকিয়ে দিল জজ্ সাহেবের মেসো। 
লোহায় লোহা কাটে---গাইতি ফোড়ে মাটি
              ভন্ড নেতার ঠেলায় পরে
              দিনমজুরের নয়ন ঝরে
উঁই পোকাতে খেয়ে গেছে ঘরের শীতল পাটি। 
কানাই-মালী কোলাকুলি ভুলে সকল ব্যাথা
              রবির কিরণ যায় জড়িয়ে
               নতুন ভোরে শ্রমিক গায়ে
সোনার দেশের করুণ ছবি ভারত মায়ের কথা। 

=====================

              বলরাম দাস
              গ্ৰাম:মধুপুর
              পোস্ট:ডিগলীপুর
              জেলা:মধ্য-উত্তর আন্দামান
              পিন:744202




No comments:

Post a Comment