কবিতা ।। স্বাধীনতা পঁচাত্তরে ।। সৌমিত্র মজুমদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। স্বাধীনতা পঁচাত্তরে ।। সৌমিত্র মজুমদার

 

স্বাধীনতা পঁচাত্তরে
  সৌমিত্র মজুমদার
 

স্বাধীন আমরা সত্যি ঠিকই
      শুধুই খাতার মধ্যে,
জীবন সবার বইছে দেখো
      কঠোর, কঠিন গদ্যে ;
আঁধার দেখেও বলতে যে হয়
      ভীষণ রকম আলো,
বলবো কাকে, শুনবেটা কে
      জ্বালো, আলোক জ্বালো
ক্রমেই যেন যাচ্ছে থেমে
      জীবন নদীর ঢেউটা --
কিসের মোহে আর কতোদিন
      ধরবো মেকি ফেউটা !
স্বাধীনতার একটি সে দিন
      যাবে, আবার আসবে,
কেউ ঘুমাবে টাকার টিলায়
      কেউ বিপদে ভাসবে ;
ভাবতে গেলে কণ্ঠ রোধ হয়
      বুকে জমাট কান্না
অকালেতে ঝ'রছে দেখি
      লক্ষ চুনী, পান্না। 
----------------------------------------


প্রেরক :

সৌমিত্র মজুমদার
পূর্বাচল, রহড়া,
উত্তর ২৪ পরগনা।

No comments:

Post a Comment