ছড়া ।। স্বাধীনতা ।। মুহাম্মদ আলম জাহাঙ্গীর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

ছড়া ।। স্বাধীনতা ।। মুহাম্মদ আলম জাহাঙ্গীর




স্বাধীনতা

মুহাম্মদ আলম জাহাঙ্গীর


মা মাটি আর মাতৃভূমি
ছবির মতন দেশে,
ব্রিটিশ শাসক গোষ্ঠী যখন
লুটে শাসক বেশে। 
উচিত কথা বললে তখন
দিতো গলায় ফাঁসি।
নিজের দেশে বাস করেও ভাই
যেন পরবাসী। 
সকল জুলুম নির্যাতনের
সব করতেই প্রতিবাদ,
ছাত্র কৃষক আম জনতার
হৃদয়ে জাগে রাগ।
হিন্দু মুসলিম সবাই মিলে
যুদ্ধ করে সদা,
জীবন দিয়ে পাইছি সবার
প্রিয় স্বাধীনতা।।
 
==============
আলম জাহাঙ্গীর
 গ্রাম : নতুন পানিসারা,ডাকঘর: পেঁচুল, উপজেলা: শেরপুর,জেলা: বগুড়া, বাংলাদেশ। 

No comments:

Post a Comment