রফিকুল নাজিমের দুটি কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

রফিকুল নাজিমের দুটি কবিতা

রফিকুল নাজিমের দুটি কবিতা

প্রহসন


'ভাত দে কাপড় দে
নাইলে গদি ছাইড়া দে'
মিছিলে স্লোগানে প্রকম্পিত হলে শহরের প্রধান সড়ক,
অলিগলি, সংসদ ভবন, এভিনিউ, পার্টি অফিস
মিছিল দিলে ভুখাদের একবেলা ডাল ভাতের জোগাড় হয়।
ভুখা মানুষগুলো গলা ফাটিয়ে মিছিল করে
টিয়ার শেল খায়, লাঠির পেঁদানি খায়
পুলিশ ও গদিওয়ালা বাহিনীর লাত্থি উষ্ঠা খায়
মাঝে মাঝে বুলেটও খায়; রক্ত ঝরে এবং মরে।

ভুখাদের রেট নেহাত কম নয়
ত্রিশ চল্লিশ পঞ্চাশ থেকে একশো টাকা
নানান ক্যাটাগরি আছে
লাইনের বিষয় আছে
গলা ও স্লোগান আরো গুরুত্বপূর্ণ... 

শহুরে বস্তির জুলমত স্লোগান ধরে
সমস্বরে আকাশ ভাঙে টোকাই দল ও উদ্বাস্তু শহরবাসী।
একদিন গদির পরিবর্তন হয়
শুধু ভুখা মানুষগুলোর রেট আর বাড়ে না
গরম ভাতের প্লেটে ভরা থাকে রাজনৈতিক প্রহসন!


টোকাই পস্তা

পস্তা মিয়া বস্তা নিয়া শহর বন্দর ছুটে,
ক্ষুধা পেটে ময়লা ঘাটে খাবার যদি জুটে!
পথেঘাটে কাগজ কুড়ায় সুন্দর করে শহর,
উদয় অস্ত খাটে তবুও ক্ষুধায় কাটে প্রহর।

ভোরবেলা তার ঘুম ভেঙে যায় পেটে আগুন জ্বলে,
ঘুরে ঘুরে বোতল কুড়ায় বিক্রিতে পেট চলে।
আমরা যারা রঙের মানুষ লুটি সুখের খনি,
শহরটাকে নোংরা করি আমরা যারা ধনী।

ময়লা পেলে মুচকি হেসে কুড়ায় পস্তা টোকাই,
সস্তা চাওয়ায় পস্তা মিয়া রয়ে গেলো বোকা-ই!
 
===============
 
 রফিকুল নাজিম
পলাশ, নরসিংদী

No comments:

Post a Comment