কবিতা ।। স্বাধীনতা পঁচাত্তর পার হলে ।। অঞ্জন বল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। স্বাধীনতা পঁচাত্তর পার হলে ।। অঞ্জন বল

স্বাধীনতা পঁচাত্তর পার হলে               

          অঞ্জন বল 


অনেক কিছুই দেখোনি তুমি ১৯৫৭ সাল!
স্বাধীনতার প্রথম দশক ,  
সবে প্রভাতী গানের শেষ রেশ থিতু হয়ে এসেছে পরিত্যক্ত অঙ্গারে আবেগ ফিকে , 
কৈশোরের সন্ধিক্ষণে প্রাচুর্যের ঘামে চুইয়ে পড়া দারিদ্র , তৃতীয় বিশ্ব উঠে দাঁড়াচ্ছিলো
সব পেয়েছির দেশে  হুল্লোড় কত 
গনগনে আঁচে লোহা গরম --
কংক্রিটের ভারত তৈরি হচ্ছিল তখন।

এদেশ তোমার -- কত উলুখাগড়ার প্রাণ গেল , সার্বভৌম সীমান্তে অতন্দ্র প্রহরী 
নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল শিশু সকাল ,
জন্মের প্রথম থেকেই তেরঙা নিশ্চয়তা 
নির্মীয়মাণ আধারে স্ফীত হচ্ছিল পঞ্জর খাঁচা 
তোমার চারপাশে আলো আঁধারির খেলা 
প্রচ্ছন্ন ধর্মের ললিতকলার প্রগল্ভতা চারপাশে , 
টুকরো হচ্ছিলে তুমি -- ব্যবচ্ছিন্ন আধারে 
দেশের ভেতরে আরো একটি দেশ ---
ধিরে ধিরে পরাধীন হচ্ছিলে তুমি ।

পঁচাত্তর পার হলে একটি জাতিও কি জড় বুদ্ধি অনিশ্চয়তায় ভোগে , 
বলশেভিক পতন কি তৃতীয় রাইখের উত্থান ? 
পৃথিবীর বিষুব রেখা ধরে এক বৃত্তাকার
পরিক্রমা -- আবার একটি কালাপানি 
পার হতে হয় ?
স্বদেশি কণ্ঠস্বর মুক্ত শেকল হয়ে উঠে 
আসমুদ্র অসহযোগে স্বাধীনতার দেশে 
নিরন্তর অলিন্দ যুদ্ধ চলে ?

*****************************
অঞ্জন বল
৮৯ হসপিটাল লিংক রোড
ইস্টার্ন পার্ক , সন্তোষপুর
কলকাতা ৭৫

No comments:

Post a Comment