কবিতা ।। স্বাধীনতার ৭৫ বছরে ।। দেবযানী পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। স্বাধীনতার ৭৫ বছরে ।। দেবযানী পাল

 

স্বাধীনতার ৭৫ বছর ও আমরা

দেবযানী পাল 

 
মা তুই ৭৫ বছর ধরে সুখ পেয়েছিস তো!
স্বাধীনতার তৃপ্তি আছে বা পরম শান্তি?
২০০ বছরের পরাধীনতা, ইংরেজ বর্বরতার অবসান হয়েছে, 
আকাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছিস কি? 
পেরেছিস কি নিজেকে কলুষ মুক্ত করে স্বাধীনতা স্বচ্ছ সায়রে সাঁতার কাটতে!
কান্না পাচ্ছে কেন রে তোর! চোখের জল যে অন্য কথা বলে, 
কিছুদিন আগে সেদিনের এক সংগ্রামী মানুষ শয্যা থেকেই 
চোখে জল নিয়ে বলেছেন, এই স্বাধীনতার চেয়ে ইংরেজির চাবুকই ভালো ছিল,
মাগো, স্বাধীন দেশের মানুষ আজ অনেক বেশি পরাধীন, 
কত যে নীতির নেতার দল প্রতিহিংসার বাক্য বদল,
ওরা সব পারে লোভাতুর ইংরেজ যেমন,
খেটে খাওয়া মানুষের প্রাণ, ওরা খেলছে অক্লান
স্বাধীন দেশের একমুঠো ভাত জোটাতে রক্ত জল,
এখন নীল চাষ হয় না তবু চাষিরা বিষ খায়,
চাবুক তো পিঠে নয় পেটে পরে এখন ফাঁকি নামে,
দেশি পণ্য থেকে বিদেশির কদর বেশি আলমারিতে
মসলিনের গা দেখানো শাড়ি নিষিদ্ধ ছিল তখন,
আর আজ মেয়েদের পোশাকে সম্ভ্রম লজ্জায় লাল,
গুটিকতক ঐতিহ্য বজায় রাখার ক্ষীন প্রচেষ্টায়। 
স্বাধীনতা-বলিকাঠে উন্নতি নিজে থেকে বলি প্রদত্ত,
শিক্ষা আধুনিকতা আজ সত্যিই কি স্বাধীনতার স্বীকৃতি পেল?
 দেশ মায়ের কোল আজ জরাজীর্ণ,
এমন স্বাধীনতা কি কাম্য ছিল??

===========

দেবযানী পাল 
নিউ ব্যারাকপুর

No comments:

Post a Comment