Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

দুটি কবিতা ।। সোমনাথ সাহা

                       দুটি কবিতা ।।  সোমনাথ সাহা 



 স্বাধীনতার অর্থ
"Man can do what he wills, But  he cannot will what he wills."
                            Arthur Schopenhauer


এই সমাজ আমায় স্বাধীনতা দেয় না কিছু স্বাধীনভাবে ভাবার।
স্বাধীনতা আজ অ্যাশট্রে অন্ধকারে তলিয়ে গেছে আলোকবর্ষ দূরে।
চারিদিকে শুধু অন্ধকার হাহাকার করে।
এই সমাজ আমায় স্বাধীনতা কে অনুভব করতে দেয় না।
প্রতিটা রাতে এক প্রশ্ন নামক ব্যক্তি এসে আমায় প্রশ্ন করে..
আমরা কি প্রকৃত স্বাধীন ?
বাস্তব আমায় বলে তোমরা সবই যন্ত্র সমাজেরই অধীন। তোমরা নও স্বাধীন !
এই সমাজ আমার দু চোখে অলস সূর্য এঁকে দেয় স্বাধীনতার বদলে।
আমার বাক-স্বাধীনতা অলিতে গলিতে হারিয়ে গেছে এক বিষন্ন উষ্ণতায়।
আমার চিন্তা-শক্তির আর কোনো স্বাধীনতা নেই ,
নেই কোনো বিচার করার ক্ষমতা।
ভালোবাসাও আজ স্বাধীনতা চায় ফুটপাতে দাঁড়িয়ে।
কোথায় স্বাধীনতা ? কোথায় স্বাধীন ভাবে বাঁচার মানে ?
তোমরা কি কেউ জানো স্বাধীনতার প্রকৃত অর্থ কি ?
এই সমাজে প্রকৃত স্বাধীনতা আদৌ আমরা পাবো কি ?

   

                        দেশদ্রোহী


"Probably the 'civilized' men understood it very well that that unless the working people are made beasts, work cannot be extracted from them."
                                      Charlie  Chaplin


আজ রাষ্ট্র যদি শাসন করে চোখ রাঙিয়ে,
আমি রাষ্ট্র ছেড়ে তোমার পাশে দাঁড়াবো।
চিৎকার করে প্রতিবাদের ভাষা জানাবো।

আজ শেতাঙ্গ যদি কালোদের দেখে ব্যাঙ্গ করে,
আমি আমেরিকা ছেড়ে আফ্রিকার পাশে দাঁড়াবো।
নৈতিকতা তাদের আমি থাপ্পড় মেরে শেখাবো।

আজ সমাজ যদি ধর্ষককে তোষণ করে,
আমি সমাজ ছেড়ে ধর্ষিতার পাশে দাঁড়াবো।
ধর্ষকদের জ্যান্ত পুড়িয়ে মানবতা আমি শেখাবো।

আজ মানুষ যদি মানুষের শ্বাসরোধ করে,
আমি মানুষ ছেড়ে আত্মার পাশে দাঁড়াবো।
মানুষদের মানবতা আমি আঙ্গুল দিয়ে শেখাবো।

আজ আমার ছেলে যদি ভিক্ষুকের গালে চড় মারে,
আমি ছেলে কে ছেড়ে ভিক্ষুকের পাশে দাঁড়াবো।
ক্ষুধার জ্বালায় বাঁচতে থাকার মানে আমি শেখাবো।

আজ আমাকে যদি কেউ দেশদ্রোহী বলে,
আমি এই দেশ ছেড়ে হিমালয়ের পাশে দাঁড়াবো।
আমাকে আমি হাজার ভাবে বিদ্রোহের মানে শেখাবো।


          ========সমাপ্ত======



Name- Somnath Saha,
Address- NORTH DURGANAGAR
Kolkata-700065,


                                                               
                                                      

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল