কবিতা ।। প্রিয় শহীদ ।। রণেশ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। প্রিয় শহীদ ।। রণেশ রায়

 

প্রিয় শহীদ 
রণেশ রায়

তোমার লড়াই আজাদ আসবে বলে 
উৎসর্গ করে গেলে নিজেকে 
কিন্তু এ কি আজাদ দেখি আজ !
আজ পঁচাত্তর বছর পর
আজাদ বৃদ্ধ মরণ শয্যায়।

আজ ধ্বংসস্তূপের ওপর সে এক শহীদ স্তম্ভ 
শহিদ নেই সেখানে সে নির্বাসিত।

তবে ওরা কারা!
নৃত্য করে কার ছায়া, কারা এরা!
এ পূণ্যভূমি আজ এক বদ্ধভূমি 
এ নয় মাতৃভূমি আমার 
ওরাই যে আজ উত্তরসূরি এ স্বাধীনতার ।

যারা কাঁধে নিয়েছে তোমার অসমাপ্ত কাজ 
পূরণ  করবে বলে আজও তাদের লড়াই ;
এ মহাত্মারা আজও তাদের জেলে ভরে
তারা রাষ্ট্রদ্রোহী তোমার এ রণভূমে 
ফাঁসি কাঠে ঝোলে তারা এ পূণ্যভূমে।

কিন্তু  তোমার আমার মাতৃভূমি 
সে যে আজও আমাদের কল্পনায়
সে যে নীলাম্বরী মুক্ত আকাশ
সে যে ভোরের রোদ্দুর আমাদের ভাবনায়
সে যে সবুজ বনানী আমাদের চেতনায়।

সে মাতৃভূমি আমজনতার যারা আজ দাস 
আজও ভুখা তারা, তাদের জঠর ক্রন্দন 
সে ক্ষুধায় নিবৃত্ত হয় লুঠেরার আশ।

শহিদ, আজও তোমার আত্মবলিদান পথ দেখায় 
তুমি নেমে এসো ওই হিম চুড়া থেকে
এ শহীদস্তম্ভ সে নয় তোমার বাসস্থান 
সে যে তোমার শপথের কলঙ্ক, ওদের ক্রীড়া ভূমি
লুঠেরার তীর্থস্থান। 

নেমে এসো তুমি এ পূণ্য জন্মভূমিতে 
সেখানে আমরা সাম্যের গান গাই
নির্দেশ দিয়ে যাও আজের সৈনিকদের তোমার 
ভুল শুধরে নতুনের পথে অব্যাহত এ লড়াই
এ লড়াইয়ে আমরা সাথী তোমার ।
=============
 

No comments:

Post a Comment