কবিতা।। মরিচঝাঁপির কান্না ।। জীবনকুমার সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা।। মরিচঝাঁপির কান্না ।। জীবনকুমার সরকার

 

মরিচঝাঁপির কান্না 

জীবনকুমার সরকার 

 


তপ্ত বুলেটের সাঁই সাঁই শব্দে 

আজও পাঁজরে দাঁড় টানে মরিচঝাঁপি 


ক্ষণে ক্ষণে বিদ্যুতের চমকানো আলোর মতো 

ঝলকানি দিয়ে ইতিহাসের পাতা থেকে 

হেঁটে আসে 

বন্দুকের শব্দ 

রক্তের কোলাহল 

মৃত্যুর মিছিল… 

তখন আমাদের শরীরে আগুন জ্বলে 

বাবার পকেটে ওড়ে মরিচঝাঁপির কান্না 

মা'র আঁচলের রং প্রায়ই হয়ে যায় 

আমার চোখে নিহত ভাইয়ের রক্তের মতো। 


এখনও কাঁদে মরিচঝাঁপি 

কাঁদে উদ্বাস্তুপাড়া

অখণ্ড বাংলা 

বনাঞ্চল আর 

বঙ্গোপসাগরের ঢেউ 

থোকা থোকা লাশের গন্ধে ভাসে 

                              সবুজ অরণ্য 

এপার ওপার দুই বাংলার মা 


মরিচঝাঁপির কান্না বাংলার ইতিহাসে 

একটি প্রতিশোধ লিখতে চায় ।

------------------------------------------------------

 

পরশপাথর অ্যাপার্টমেন্ট

৩ নং গভ. কলোনী

মালদা

পিন : ৭৩২১০১


No comments:

Post a Comment