কবিতা।।আমার ভারত মহান ।। কুশল রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা।।আমার ভারত মহান ।। কুশল রায়

  আমার ভারত মহান 

            কুশল রায়


       স্বাধীনতার ঝড়ে উড়ে যায় ইংরেজ শিবির
          সেই স্বাধীনতার আজ ৭৫ বছর পূর্তি,
            বহু রক্ত ভেসেছিল এই গঙ্গার বুকে 
      অম্লান হয়েছিলো ভারত মাতার অশ্রু জলে ৷

              ব্রিটিশ শোষণে কেঁপেছিল মাটি 
             হয়েছিলো নষ্ট কত কৃষকের খেত,
                নীলচাষের নামে দাদন নিয়ে
                 চাষিরা হয়েছিলো নিঃশেষ ৷

     সংগ্রামীদের করতে হয়েছিলো আত্মবলিদান 

     দিতে হয়েছিলো নিজের জীবনকে আত্মত্যাগ,
              তাই এই ভারতবর্ষ শুধু দেশ নয়
     আমাদের সবার কাছে এটি হলো এক আবেগ ৷

            কখনও ছন্দে ছন্দে কখনও বিদ্রোহে 
             নানা ভাবে করা হয়েছিলো প্রতিবাদ,
        রবীন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি পর্যন্ত 
 সবাই ইংরেজদের দেওয়া তকমা করেছিল পদাঘাত ৷

            আজ যেখানে দাঁড়িয়ে মোরা করছি
            স্বাধীনতা দিবস উদযাপনের উল্লাস,
  মনে রেখো শত শহস্র বলিদান দ্বারা এই ভারত ভূমি 
         মুক্ত হয়েছিলো এক দুঃস্বপ্নের অভিশাপ ৷
-------------
 

 
নাম :- কুশল রায়
ঠিকানা :- অমরপুর গোমতি ত্রিপুরা

No comments:

Post a Comment