কবিতা ।। নজরুলের তরণী ।। আবদুস সালাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। নজরুলের তরণী ।। আবদুস সালাম

নজরুলের তরণী

আবদুস সালাম

প্রতিদিন  ছেঁড়া ভারতবর্ষের  পাতায় লেখা হয় বিপ্লবের গান
সকাল হলেই গন্ধ পাই যুদ্ধের
যুদ্ধের মহড়া চলে অবিরাম
রচিত হয় ঘোলা জলে মাছ ধরার ইতিহাস
সাম‍্যগান গড়াগড়ি খায়

নজরুল তাকিয়ে আছে উদাস চোখে
ঘরে ঘরে চলছে বিপ্লবের মহড়া
অসহিষ্ণুতার নদীতে ডুবে যায়  ভারতের তরনী

ছেঁড়া সালের সাজানো নৌকায় সাম‍্যের সওয়ারী
মাঝি কি পারবে পৌঁছে দিতে স্থির নিশানায়?

হিন্দুর তবলা আর মুসলমানের গান
মন্দির আর মসজিদ ভাঙার শব্দ গুমরে মরে
মিছিলে মিছিলে সরব  হয় ময়দান
রাজনৈতিক শিব লন্ডভন্ড করে সাম‍্যবাদী ফুলের জলসা ঘর

###

আবদুস সালাম
 প্রয়াস শ্রীকান্তবাটি মাদারল্যান্ড
 ডাক রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ৭৪২২২৫

1 comment:

  1. অনবদ্য সংখ্যা। মূল্যবান তথ্য সমৃদ্ধ প্রবন্ধ গুলি নতুন ভাবনা কে উজ্জিবিত করবে।

    ReplyDelete