কবিতা ।। বেআব্রু ।। অনন্যা মান্না - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। বেআব্রু ।। অনন্যা মান্না

বেআব্রু 

অনন্যা মান্না


অভিকর্ষজ রুটিটার জীবন জুড়ে কালো দহন! 

ছেঁড়াফাটা আস্তিনে একটুকরো ইজ্জত শুধু লেগে আছে এই 'আমি '-র 'আমি' হয়ে থেকে যাওয়ার মতো! 

ভিক্টোরিয়ার পঞ্চইন্দ্রিয় যেভাবে গজাচ্ছে তাতে সতী হওয়া দুস্কর! 

শুকরের মুখে লেগে থাকা কাঙ্গালিয়ানা প্রমাণ করে বিধ্বস্ত ধর্ষণ । 

'মর্সিয়া সাহিত্য' -এর খাতায় নাম লিখে আসে ধর্ষিতা , 

রেনেসাঁসের আলো জ্বালাতে গিয়ে যে বিদ্যুৎপৃষ্ট হয়েছে , আজ বেআব্রু, উৎশৃঙ্খল পরজনমের সেই পুরুষ জীবন! 

যে জীবনের বাদামি মোজায় বুননের লাইলন দেখে মনে পড়ে গড়িমসি করা একদল ছেলের নাম, 

যে জীবনের 'সুন্দরী বৌ' -এর শাসনে যবনিকা সরে কচি দেহটা থেকে, মনে পড়ে সেই বিক্ষত, বিধ্বস্ত নীল নীলিমার রক্তাক্ততাকে ! 

পুরুষ জীবনটা ভালো থাকা ছেড়ে দিয়েছে...... অথচ বাঁচে বেআব্রু বিদুষীদের মতো ! 

এক সংহিতা থেকে কলম ধার করে টেবিলে শুধু আঁকিবুকি কাটে রেড লাইটের আলোয় । 

হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে পুষে রাখে খাদকের মেরুদন্ড, 

খাদকগুলোর জরিমানা হয় মুহূর্তে মুহূর্তে; পলান্নের লোভে যারা ছিঁড়ে খায় রক্তের প্রার্থনাকে! 

পাতকুয়ার সূর্যশক্তি নিয়ে বেআব্রু হয়ে উঠেছে যে অর্ধনারীশ্বর , 

ষোড়শী আর যুবকটি বিনাশের ষড়যন্ত্র করে .... দুই জীবনের লিঙ্গপ্রাচীরে আজ যারা সহচর!

===================



Ananya Manna. 
 SubhashPally, Garden Reach, Kolkata- 700024.

No comments:

Post a Comment