ছড়া ।। দুখু মিয়া ।। সুজন দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

ছড়া ।। দুখু মিয়া ।। সুজন দাশ

দুখু মিয়া 

সুজন দাশ 


নামটি যেমন দুখু মিয়া জীবন ও বেশ কষ্টে গড়া, 
যোগ দিয়েছে লেটোর দলে মুখে মুখে বাঁধতো ছড়া! 
আসানসোলে রুটির দোকান -কাজ নিয়েছে পেটের দায়ে, 
অভাব তাঁদের চোখ রাঙাতো ক্ষুধাও ছিল পায়ে পায়ে! 

পিতা বিহীন সংসারেতে কষ্ট জ্বালা থাকবে তাতে, 
দারিদ্র্য ঐ মহান হওয়ার পাঠ দে' তাঁরে হাতে হাতে! 
এই ছেলেটি বড় হয়ে জ্বলে ওঠে আপন তেজে,
সুর তুললেন অগ্নিবীণায় বিষের বাঁশি উঠলো বেজে! 

দেয় জাগিয়ে বিদ্রোহ প্রেম জাগায় আবার সমাজটাকে, 
ডাক দিয়েছে সাম্যবাদের কাব্য সুধার বাঁকে বাঁকে! 
গান গেয়েছে শিকল ভাঙার প্রতিবাদে গর্জে ওঠে,
তাঁর কলমে কাঁপে ব্রিটিশ আশার মাঠে ফুল যে ফোটে ! 

মানবতার তুলতে ধ্বজা দেন প্রেরণা সবার বুকে, 
মাও মাটির খাঁটি ছেলে তা করে যা বলে মুখে। 
রবির যুগে বুক উঁচিয়ে সৃষ্টি করে ভিন্নধারা, 
বাংলা ভাষা আকাশ জুড়ে তিনি আলোর ধ্রুবতারা।

=============

সুজন দাশ 
আটলান্টিক সিটি, নিউজার্সি, 
যুক্তরাষ্ট্র।


No comments:

Post a Comment