ছড়া ।। ব্যাঙ ব্যাঙানীর বিয়ে ।। স্বপনকুমার মান্না - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2024

ছড়া ।। ব্যাঙ ব্যাঙানীর বিয়ে ।। স্বপনকুমার মান্না

 

ব্যাঙ ব্যাঙানীর বিয়ে

স্বপনকুমার মান্না  


স্কুলে যাবো ভীষণ মজা
জিনিসপত্র নিয়ে, 
ছুটির পরে আজকে দেবো
ব্যাঙ-ব্যাঙানীর বিয়ে।

ক'দিন আগে গণশা পটাই
চারখানা ব্যাঙ ধরে, 
আস্ত ফড়িং খাওয়ায় তাদের  
যত্ন-আত্তি করে।

দিদিমণিও থাকবে সাথে 
এমন বাদল দিনে, 
সঙ্গে আনবে টোপর নোলক
দোকান থেকে কিনে।

ঝরছে বৃষ্টি টাপুর টুপুর 
রাঁধবে মাংস ভাত,
বিয়ের পরে নাচে গানে
করবো আসর মাত।

আবার যখন নামবে বৃষ্টি
ওদের দেবো ছেড়ে,
এমন কাণ্ড শুনলে বাবা 
আসবে ছুটে তেড়ে।

           -----


স্বপনকুমার মান্না 

গ্রাম-উমেদপুর, পোষ্ট- চাউলখোলা, জেলা-দক্ষিণ চব্বিশ পরগনা, পিন-৭৪৩৩৭৭, পশ্চিমবঙ্গ, ভারত।

No comments:

Post a Comment