কবিতা ।। বদ্ধ জলার গন্ধ ।। উৎপলেন্দু দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2024

কবিতা ।। বদ্ধ জলার গন্ধ ।। উৎপলেন্দু দাস

 

বদ্ধ জলার গন্ধ 

উৎপলেন্দু দাস


সংকট শুধুই বাইরে নয়
বাস করে ওতপ্রোত থেকে প্রাত্যহিক জীবনে
চিন্তা ভাবনা ও মননে ।

বুদ্ধির অপরিপুষ্টতায়
বিশ্লেষণ রহিত বর্ণনায় মানুষ থাকে মুগ্ধ
ঋদ্ধ হয় না ব্যাখ্যায় আলোচনায় ।

অনর্থক জাবর কাটা বেড়েই চলে
থাকে না নিগূঢ় সংকেত ভাষায়
গোয়াল ভরে ওঠে স্তূপাকার জাবনায় ।

সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যাকে সত্য
মানুষ ব্যস্ত কেনাকাটায়
চটজলদি সুবিধার স্রোত দহের আবর্তে টেনে নিয়ে যায় ।

মৌলিক বুদ্ধিতে বাসা বাঁধে ক্ষয়রোগ
যুক্তি বিচার ভেসে যায় নর্দমায়
মানুষ যথারীতি খায় দায় ঘুরে বেড়ায় ।

চোখ থাকে ঠুলিতে ঢাকা
নিরন্তর নিজেকে ঠকিয়ে
খোঁটায় বাঁধা দড়ির টানে ক্রমাগত ঘুরে যায় । 

বিভোর থেকে বিচ্ছিন্ন ব্যক্তিগত অচেতন অস্তিত্বে
বিশ্বাস তার শুধুই দৃপ্ত ঘোষণায়
তাই মানুষ হারায় পথ অপরিসীম বুদ্ধিভ্রংশতায় ।

পৃথিবীব্যাপী কত হাতছানি গ্লানিহীন অনুকরণের 
আবদ্ধ করে রেখে চাওয়া পাওয়ার চক্রব্যুহে
জীবন জুড়ে শুধুই বদ্ধ জলার গন্ধ ছড়ায় ।
 
================

ডাঃ উৎপলেন্দু দাস
২৭/৫১, ক্ষেত্র মোহন নস্কর রোড
কলকাতা ৭০০০৪০


 

No comments:

Post a Comment