অণুগল্প সংকলনের জন্য লেখা আহ্বান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 30, 2024

অণুগল্প সংকলনের জন্য লেখা আহ্বান

নবপ্রভাত প্রকাশনীর হাত ধরে কথাকাহিনি অনলাইন ম্যাগাজিনের উদ্যোগে প্রথম মুদ্রিত অণুগল্প সংকলন প্রকাশিত হতে চলেছে। আজিই পাঠিয়ে দিন আপনার সেরা অণুগল্পটি।  বিস্তারিত জানতে আমাদের বিজ্ঞাপন দেখুন। অথবা নীচের নম্বরে যোগাযোগ করুন।

শব্দ সংখ্যা - কমবেশি - ৩৫০

লেখা পাঠানোর শেষ তারিখ -  ০৩/১১/২৪ 

প্রকাশ ঃ আগামী ১৫ নভেম্বর ২০২৪ শিয়ালদা কৃষ্ণপদ মেমোরিয়াল হলে, নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে।




মেইল করুন  kathaakaahini@gmail.com 

অথবা w,app -এ পাঠান ৮৩৩৫৮৪৮৮১৪ এই নম্বরে।    আর মাত্র কয়েকটি লেখা নেওয়া হবে। 

  ========== 

 



No comments:

Post a Comment