রসের ছড়া
সাইফুল ইসলাম
হিমেল হাওয়ায় জবুথবু
লেপে ঢাকা ধরা,
আয়রে খুকু উনুন পাশে
শুনি মজার ছড়া।
কাঁপছে গলা হাঁকছে তবু
পেটের টানে আসা,
নে না বাবু আমার কাছে
খেজুর রস যে খাসা।
এখনও তো হয়নি সকাল
বেরিয়ে সে কেন ভোরে,
আল ডিঙিয়ে মাঠ পেরিয়ে
হাঁকছি তোদের দোরে।
নতুন গাছের অমৃত স্বাদ
বল না গো কে খাবে,
হাড় কাঁপানো খেজুর রসে
শীতের আমেজ পাবে।
================
সাইফুল ইসলাম, বর্ধনপাড়া, বীরভূম
No comments:
Post a Comment