Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

অণুগল্প ।। সেবা ধর্ম ।। বীরেন্দ্র নাথ মহাপাত্র

 

সেবা ধর্ম

বীরেন্দ্র নাথ মহাপাত্র 


আজকে সুহাস দাদু ও ঠাকুরমা (সতীশ, সরমা)-কে ফোনে প্যারিস থেকে খুশী মনে জানাল যে তোমাদের সকলের আশীর্বাদে আমি পদার্থ বিদ্যার উপরে PH.D  ডিগ্রী নিয়ে গবেষণা করার কৃতিত্ব অর্জন করেছি, তাই আমি বেছে নিয়েছি আমার স্বদেশ ভূমি I.I .T খড়গপুরে গবেষণা করব, বাবা ও মা (সুকেশ, সুষমা ) ওরা নিউইয়র্কে থাকছে,ওরা আর হয়তো ফিরে যাবে না,যদি ও ওরা দুইজন অবসরপ্রাপ্ত। আমি কিন্তু প্রথমে তোমাদের সঙ্গে দেখা করব, দেখা করে তোমাদের আশীর্বাদ নিব, খুব ইচ্ছা আছে ঠাকুরমার হাতে সেই দুধের ক্ষীর করে খাওয়ানো, সেই ওনার হাতের খাওয়ানো কোন মতে ভুলতে পারি না, পরে সেই বিপ্লবী ক্ষুদিরামের মর্মর মূর্তিকে প্রনাম জানিয়ে তবে স্বদেশ ভূমি অর্থাৎ মেদিনীপুরে তে ফিরব ।
                                     যথা সময়ে সুহাস স্বদেশে ফিরল, তবে তিনটি ফুলের মালা নিয়ে একটি শহীদ ক্ষুদিরামকে গলায় পরিয়ে এবং প্রনাম করে পরে আর দুটি মালা দাদু ওঠাকুরমাকে গলায় পরিয়ে আনন্দমনে প্রনাম করল । সত্যি সত্যি ওর ঠাকুরমা সরমা কাঁপা হাতে বাড়ির কাজের লোক হরিকে এক কেজি দুধ আনিয়ে ক্ষীর করে নিজের হাতে নাতিকে খাওয়ালেন ।
             এবার দেশের খাওয়া ডাল, ভাত, মাছ ভাজা,চাটনি ও একটি মুড়া দিয়ে বৈতালের ঘন্ট হরিদার হাতে রান্না করা খাওয়ার তৃপ্তি ভরা মনে খেয়ে রাতে ঘুমিয়ে পড়ল । পর্ দিন সকালে বাসে করে খড়গপুর বোগদায় এসে ওখানে টোটো ধরে I.I.T তে পৌঁছলাম । সেখানে এসে ওই প্যারিসের ডিপ্লোমা ও নিজ ইচ্ছায় এখানে গবেষণা করার অনুমতি দেখাতেই ওখানে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ গণ সবাই আনন্দ মনে গ্রহণ করলেন এবং ওখানে কাজ করার সমস্ত কার্যালয় দেখিয়ে খুব শীঘ্র জয়েন যাতে করতে পারে তার অনুমতি পত্র এবং থাকবার বিশেষ ব্যবস্থাদি সম্পন্ন  করে দিলেন ।
                          তবে সুহাস একটু হাতে সময় নিল,কারণ ও - জানে কলেজ থেকে গাড়ি মেদিনীপুর যাতায়াত করে, তাই বেশ কিছুদিন দাদু ও ঠাকুরমার সেবাধর্ম করা থেকে বঞ্চিত যাতে না হয়, কারণ ওনাদের ছেলে অর্থাৎ বাবা সুকেশ বাইরে চাকুরী করলে ও বাবা ও মায়ের প্রতি সেবাধর্মতে বিরাট অবহেলা করেছেন, মাঝে মাঝে ছুটি পেলে ও ওনার দেখা করা তার সঙ্গে সহানুভুতি দেখানোর বিরাট অভাব ছিল, সেইটাকে নাতি হয়ে ওনাদের শেষ বয়সে সেবাধর্ম যাতে কোন প্রকার অসুবিধা না হয়,সেটাই সুহাস মনে প্রানে চাইল ।
                           দাদুভাইয়ের এই সহানুভূতি তাঁরা খুশী মনে গ্রহণ করলেন এবং আশীর্বাদ করতে করতে কেঁদেও ফেললেন ।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত