কবিতা ।। শিকড় ।। সুমিত মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2024

কবিতা ।। শিকড় ।। সুমিত মোদক

 

শিকড়

সুমিত মোদক


পালাতে পালাতে পালাতে পালাতে কোথায় গিয়ে দাঁড়াবে!
কোথায় গিয়ে শেষ হবে দৌড়!
পূর্বপুরুষ কোনও দিনের জন্য ভাবেনি 
তাদেরই উত্তরপুরুষ নিজের ভিটে-মাটি ছেড়ে পালাবে;
গড়ে তুলবে বাস্তু ভিটে অন্য কোথাও;
তার পর!
তার পর কি শেষ হয়ে যাবে সমস্যার!
কিসের সমস্যা !
মেরুদণ্ড  ভেঙে পড়ার সমস্যা !
নাকি অস্তিত্ব লড়াইয়ের!

কেউ কোনও দিনের জন্য পালিয়ে বাঁচতে পারে না 
কোনও সভ্যতায়;
চেতনার মৃত্যু হলেই শিকড় ছেঁড়ার ভাবনা গুলো জন্ম নেয়;
যারা সমাজকে কোনও দিনের জন্য কিছুই দিল না;
তারা পাওয়ার আশা করে কি ভাবে!
যাদের সভ্যতার সঙ্গে কোনও সম্পর্ক ছিল না;
ছিল না পাড়া-পড়শি, স্বজন…
কেবল মাত্র আত্মকেন্দ্রিক…

এর পর যেখানে গিয়ে দাঁড়াবে,
সেখানেও তো একই ভূমিকা হবে;
একই সূচনা ও সমাপ্তি;
তার পর  পরবর্তী প্রজন্মও পালিয়ে পালিয়ে বাঁচতে চাইবে;
তখন কোথায় পালাবে!
পালাবার জায়গা থাকবে তো!

যারা একতার মন্ত্র জানে না;
যারা মাটির সুঘ্রাণ নিতে পারে না;
তারা, কেবল ভাঙতে জানে সমাজ, শৃঙ্খলা, পরম্পরা…
তারাই শেষ করে দিতে চায় সময়ের মেরুদণ্ড,
প্রতিরোধ করার ক্ষমতা, মাটি আঁকড়ে ধরার  ইচ্ছা শক্ত;
তারাই পালাবার পথ খোঁজে;
খুঁজে নিতে চায় সাজানো গোছানো এক দ্বীপ;
চারিদিকে সমুদ্রের নোনা জল;
ঝড়ের কাছে দ্বীপ ভূমিও অসহায় হয়ে পড়ে;
তখন কি সমুদ্রে ঝাঁপ! নাকি মাটি আঁকড়ে ধরা!





No comments:

Post a Comment