কবিতা ।। মেয়েটি ফিরল না ।। আশিস ভট্টাচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2024

কবিতা ।। মেয়েটি ফিরল না ।। আশিস ভট্টাচার্য্য

 

মেয়েটি ফিরল না   

আশিস ভট্টাচার্য্য 


বাড়ি ফেরার প্রতিশ্রুতি ছিল তবুও বাড়ি ফেরেনি সে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে সে ঘুমিয়ে পরল
বিকৃত শরীর বিকৃত মুখশ্রী নিয়ে লাশ কাটা ঘরে পৌঁছাল তারপর একসময় ইলেকট্রিক চুল্লিতে ঢুকে গেল।
বাড়ি ফেরার প্রতিশ্রুতি
 সে রাখতে পারেনি অনেক প্রতিশ্রুতি, অনেক বক্তৃতা অনেক মোমবাতি জ্বললো, মিছিল এগিয়ে চলল ঘুমন্ত মেয়েটির অস্তিত্ব এখন পৃথিবীতে নেই তাই সে কিছুই জানতে পারল না।
 
==============

আশিস ভট্টাচার্য্য
শান্তিপুর, নদীয়া

No comments:

Post a Comment