ছড়া ।। আমি অতি সাধারণ ।। মীরা রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2024

ছড়া ।। আমি অতি সাধারণ ।। মীরা রায়

 

আমি অতি সাধারণ

মীরা রায়


কর্মা কালিয়াতে তুষ্ট নয়
ডাল ভাত খাই
শুক্তো, মোচার ঘন্টা পেলে
বড় খুশি হয়ে যাই।

সামনের পাতে বড়া ভাজা
শেষ পাতে চাটনি
বড় তৃপ্তি পাই তখন
যখন খাই পাঁপড়খানি।

আমি অতি সাধারণ মানুষ
খাওয়া দাওয়া সাধারণ
অল্প তে তুষ্ট থাকি
আনন্দে থাকে মন।

শাক ভাতে রুচি বেশি
সাধারণ পেলে তরকারি
আর কিছু চাই না তো
নাই কোনো কিছু দরকারি।

মিষ্টি তো ছুঁই না
প্রথম পাতে তেতো
আমি সাধারণ মানুষ ভাই
যাকে বলে বাঙালি ভেতো।

শাক সবজি খেতে ভালোবাসি
নানান রকম ফল
গরমে স্বস্তি ফিরে পেতে
খাই ডাবের জল।
 
==============

মীরা রায়,
আঁকড়ি শ্রীরামপুর পুরশুড়া হুগলি
পশ্চিমবঙ্গ ভারত

No comments:

Post a Comment