চারটি কবিতা ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2024

চারটি কবিতা ।। সুশান্ত সেন

  

চারটি কবিতা ।। সুশান্ত সেন

 

১. খুন 


একটা খুন করলে কেমন হয় ভেবে
যখন গলা টিপে ধরতে গেলাম 
হাত থরথর করে কাঁপতে লাগলো।

খুন করতে মনের জোর ছাড়া কি কি লাগে
কল্পনায় জানতে গিয়ে একটা কবিতা
ঘাড় বেকিয়ে জিজ্ঞাসা করলো -
আজ বেগুন ভাজা 
আর ইলিশ ভাজা দিয়ে খিচুড়ি খেয়েছেন ?

কিছুতেই যখন মনে পড়ল না -
আজ মধ্যাহ্ন ভোজন করেছি কি না 
তখন শিউলি ঝরে পড়েছে।
দক্ষিণ দেশ থেকে  বাতাস বয়ে আসছে।

চন্দ্রবিন্দুর তালব্য শ দিয়ে একটা কবিতা 
তখন মুঠোফোনে উঁকি মারছে ।
 


২. সুন্দরী


কোন সুন্দরী উঠেছিলেন লিফটে
মদিরা মদিরা গায়ের গন্ধ পাই
মনের মধ্যে ইচ্ছে জাগলো নাকি 
মেদুর স্বপ্নে কি চাই কি চাই।

কাঁপলো আকাশ কেঁপে উঠলো ভুরু
মেঘলা আকাশ অলীক গন্ধ মাখা,
শ্যাওলা অনেক হাঁটতে হয় যে ধীরে
স্বপ্ন দেদার মেলছে স্নিগ্ধ পাখা ।

কোন সুন্দরী হেঁটেছিলেন দূর্গে 
পাথর ফাটল গর্জে উঠলো দেখি
ভুরুর ভঙ্গি বিরক্তিতে বাঁকা
সমুদ্রে তাই তুফানের উদ্রেকি।


৩. শরৎ 



শরতের ওপর একটা তেজপাতা পড়লে
যে শব্দ শোনা যায় সেই শব্দ নিয়ে
জোৎস্না পাশ ফিরে শুয়ে পড়ল।

ও এখন আর কোন কথা বলবে না
নিশ্চিত।
মৃত্যুতে কি সমাপ্তি ?
জেনে কি লাভ হবে জানি না।

খড়িমাটি দিয়ে অংকন বৃষ্টির জলে ভিজে যায়।
 

৪. আমার


আমার আঙ্গুর ভরা ক্ষেত
আমার সবুজ নদী ঢাল
কোনদিন দেখিনি ত আমি
আমি এক নগর রাখাল।

আমার পাশাপাশি বাড়ি
ফাঁকা মাঠ বলে কিছু নেই
আমার রাস্তা রা ক্ষীণ দেহ
ভঙ্গুর , ভেঙ্গে ত যাবেই ।

আমার ক্লেদাক্ত এক খাল
দূষিত জল বহে  যায় 
পাশে পাশে বসতি দেদার
সঙ্গতি যে যেমন পায়।

কালো কালো ধোঁয়া ছাড়ে গাড়ি
দূষণে দূষণ যোগ করা
প্রকৃতি ত কেঁদে কেঁদে মরে
জমা জলে করে যে মস্করা ।
 

=================

সুশান্ত সেন 
৩২বি , শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০


No comments:

Post a Comment