Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

চারটি কবিতা ।। সুশান্ত সেন

  

চারটি কবিতা ।। সুশান্ত সেন

 

১. খুন 


একটা খুন করলে কেমন হয় ভেবে
যখন গলা টিপে ধরতে গেলাম 
হাত থরথর করে কাঁপতে লাগলো।

খুন করতে মনের জোর ছাড়া কি কি লাগে
কল্পনায় জানতে গিয়ে একটা কবিতা
ঘাড় বেকিয়ে জিজ্ঞাসা করলো -
আজ বেগুন ভাজা 
আর ইলিশ ভাজা দিয়ে খিচুড়ি খেয়েছেন ?

কিছুতেই যখন মনে পড়ল না -
আজ মধ্যাহ্ন ভোজন করেছি কি না 
তখন শিউলি ঝরে পড়েছে।
দক্ষিণ দেশ থেকে  বাতাস বয়ে আসছে।

চন্দ্রবিন্দুর তালব্য শ দিয়ে একটা কবিতা 
তখন মুঠোফোনে উঁকি মারছে ।
 


২. সুন্দরী


কোন সুন্দরী উঠেছিলেন লিফটে
মদিরা মদিরা গায়ের গন্ধ পাই
মনের মধ্যে ইচ্ছে জাগলো নাকি 
মেদুর স্বপ্নে কি চাই কি চাই।

কাঁপলো আকাশ কেঁপে উঠলো ভুরু
মেঘলা আকাশ অলীক গন্ধ মাখা,
শ্যাওলা অনেক হাঁটতে হয় যে ধীরে
স্বপ্ন দেদার মেলছে স্নিগ্ধ পাখা ।

কোন সুন্দরী হেঁটেছিলেন দূর্গে 
পাথর ফাটল গর্জে উঠলো দেখি
ভুরুর ভঙ্গি বিরক্তিতে বাঁকা
সমুদ্রে তাই তুফানের উদ্রেকি।


৩. শরৎ 



শরতের ওপর একটা তেজপাতা পড়লে
যে শব্দ শোনা যায় সেই শব্দ নিয়ে
জোৎস্না পাশ ফিরে শুয়ে পড়ল।

ও এখন আর কোন কথা বলবে না
নিশ্চিত।
মৃত্যুতে কি সমাপ্তি ?
জেনে কি লাভ হবে জানি না।

খড়িমাটি দিয়ে অংকন বৃষ্টির জলে ভিজে যায়।
 

৪. আমার


আমার আঙ্গুর ভরা ক্ষেত
আমার সবুজ নদী ঢাল
কোনদিন দেখিনি ত আমি
আমি এক নগর রাখাল।

আমার পাশাপাশি বাড়ি
ফাঁকা মাঠ বলে কিছু নেই
আমার রাস্তা রা ক্ষীণ দেহ
ভঙ্গুর , ভেঙ্গে ত যাবেই ।

আমার ক্লেদাক্ত এক খাল
দূষিত জল বহে  যায় 
পাশে পাশে বসতি দেদার
সঙ্গতি যে যেমন পায়।

কালো কালো ধোঁয়া ছাড়ে গাড়ি
দূষণে দূষণ যোগ করা
প্রকৃতি ত কেঁদে কেঁদে মরে
জমা জলে করে যে মস্করা ।
 

=================

সুশান্ত সেন 
৩২বি , শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত