Featured Post
আর জি কর ঘটনার প্রতিবাদে কয়েক পঙ্ক্তি ।। দীপঙ্কর বৈদ্য
- লিঙ্ক পান
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আর জি কর ঘটনার প্রতিবাদে কয়েক পঙ্ক্তি
দীপঙ্কর বৈদ্য
১) "হুংকার "
স্বাধীনতার মধ্যরাতে হুংকার ছাড়ো নারী,
পথে আবার নামো সাথী বোধের বার্তা ছাড়ি।
২) "প্রতিবাদ "
বঙ্গনারী ডাক দিয়েছে, স্বাধীনতার প্রাণ বাঁচাতে,
প্রতিবাদে গর্জে ওঠো, শঙ্খনাদে মধ্য রাতে।
৩) "বোধন "
বোধন হবে নবরূপে, একজোটে মেলাও কাঁধ,
দুঃশাসন আজ অস্ত যাবে, শুনতে পাই শঙ্খনাদ।
৪) "বাজাও পাঞ্চজন্য "
মিথ্যারাজে ভরে গেছে, মনুষ্য আজ বন্য,
হাঁটছে পথে মোমের বাতি, বাজে পাঞ্চজন্য।
৫) "গর্জন "
বিচারশালা অন্ধ জানি, তিলোত্তমা আজ চুপ,
বাঙালি তাই প্রতিবাদে গর্জে তোলে লোমকূপ।
৬) "সময়ের চাকা "
চোখের সামনে কত-শত তিলোত্তমা হারায়,
সব মুছে গিয়ে সময়ের চাকা ঘুরে যায়।
৭) "শেষ প্রতিবাদ "
শেষ প্রতিবাদটা এখনো করা বাকি,
যন্ত্রণাগুলো সব কাব্য করে রাখি।
৮) "আইনের নীরবতা "
স্লোগানে, মিছিলে শব্দের মুখরতা,
ভাঙতে পারেনি সেই আইনের নীরবতা।
৯) "বিচার "
অভয়াও পাবে বিচার,
মেঘ সরিয়ে ভাঙবে আচার।
১০) "আলোর বীণ "
তিলোত্তমারও আসবে দিন,
বাজবে নতুন আলোরই বীণ।
_________________
নাম -- দীপঙ্কর বৈদ্য
গ্রাম -- চম্পাহাটি (হালদার পাড়া)
পোঃ -- চম্পাহাটি
থানা -- বারুইপুর
জেলা -- দক্ষিণ চব্বিশ পরগনা
- লিঙ্ক পান
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন