একটা পুরোনো অঙ্ক
র ঘু না থ চ ট্টো পা ধ্যা য়
প্রসঙ্গ সেইসব জটিল বায়সেরা
এখন আমার চৌহদ্দিতেও না, চরাচরেও না...
একসময় ভীষণ মুখস্থ করেছিল আমাকে
টাকে ঠোকরাবে বলে
অবশেষে ছিদ্রান্বেষণের পথে
পড়াটাই গেছে ভুলে...
যদিও তাকাবার অবকাশ নেই কাকচরিত্র নিয়ে
বায়সেরা সন্ন্যাসী হয়ে যাচ্ছে
এমন কোনো পৌরাণিক বিস্ময়ের সঙ্গেও
আজও দেখা হয়নি...
তাহলে? তবে কী ওদের চোখের ভুলে
আমি কাকতাড়ুয়া ছিলাম?
--
No comments:
Post a Comment