আমার প্রথম বইয়ের প্রকাশক বাপ্পাদা
বাপ্পাদাকে আপনারা কেউ চিনবেন না
আমিও তো চিনতাম না
আমার একটা কবিতা পড়ে বাপ্পাদা
আমার সঙ্গে আলাপ করে
বাপ্পাদা নিজেও কবিতা লেখে
আমরা কেউই জানি না কবিতা লিখে
কিছু হয় কি না
বাপ্পাদার মাকে আমি এখন মা বলি
আমার বিয়েতে বাপ্পাদারা সপরিবারে এসেছিলেন
বাপ্পাদারও একটা চাকরির খুব দরকার ছিলো
গৌতম সাহা
কাটোয়া, পূর্ব বর্ধমান
No comments:
Post a Comment