Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

গল্প ।। উৎশব উৎসব ।। বন্দনা সেনগুপ্ত

উৎশব উৎসব

বন্দনা সেনগুপ্ত 


"উফ! এত দিনে এবার বোধহয় আমি রেহাই পাবো।"


রাসু বামনী বলে লতু বুড়িকে। ওরা দুজনে ভুসুন্ডির মাঠের একটা আস শেওড়া গাছের ডালে পা ঝুলিয়ে বসে গল্প করছিল। লতু বুড়ি এক পুরোনো দিনের ভুত, তাতে সে অতশত বোঝেও না। সে শুধু জানে রাসু যা বলে, সেটা ঠিকই বলে।


রাসু নিজের জীবনে ডাকসাইটে সুন্দরী ছিল। সে অবশ্য আজ থেকে তিনশ চারশ পাঁচশ ছশ বছর আগের কথা। কত, সেটা গুণে বলতেও পারবে না। কিন্তু, রূপের গুমরে যে পা পড়ত না, সে কথা বেশ মনে আছে। সেদিনের নিয়মে বোধহয় বছর চারেক বয়েসেই বিয়ে হয়েছিল। আরও ক' বছর পরে শ্বশুর ঘর করতে গিয়েছিলেন। যেমন আজ, তেমন সেদিনও মেয়েদের সুরক্ষা ছিল না। মেয়েরা শুধুই সুন্দর লোভনীয় মাংস, উপভোগ করার বস্তু। সুরক্ষা দেওয়ার জন্য ছিল কঠিন অবরোধ প্রথা। সেটা অবশ্য ওঁদের অভ্যাস ছিল। ঘরের বাইরে বেরুবার কথা ভাবতেই পারতেন না। যদিও যেতে হত, তাহলে গরুর গাড়ি বা পালকি করে যেতে হত। সঙ্গে পুরুষ সঙ্গী থাকত। তাহলেও, দুশ্চরিত্র জমিদার বা রাজা গজারা ঠিকই লোকের বাড়ির সুন্দরী বউ ঝিয়ের খোঁজ খবর রাখত। সেই রকমই একজনের হাতে পড়েছিলেন রাসু। কিন্তু, ইজ্জত রক্ষা করেছিল গাঁয়ের মেছুনি। সে কিনা ছোট জাত! তাই তার লাজ লজ্জা ভয় ডর সবই কম। বদ লোকগুলোকে আঁশ বটি নিয়ে তেড়ে গেছিল। তারা পালিয়ে বেঁচেছিল। তারপর রাসুকে সে ধমকে বলেছিল যে ইজ্জত বাঁচাতে গেলে দরকারে প্রাণ নিতে তৈরি থাকতে হবে। মিউ মিউ করে আর্তনাদ বা কাকুতি মিনতি করলে কেউ শুনবে না। 


সেই শুরু। রাসু গ্রামের কামারকে দিয়ে একটা খুব ধারালো খাঁড়ার মত দা তৈরি করে সব সময় কাছে রাখতে শুরু করলেন। প্রথমে ভাবনাটা ছিল যে ইজ্জত যাবার আগেই নিজের প্রাণ দেবেন। কার্যকালে দেখা গেল যে অত্যাচারীরা প্রায়ই কাপুরুষ হয়। তারা দা বঁটি খাঁড়া দেখে পালিয়ে বাঁচতে পথ পায় না। শেষে এমন হল যে শুধু নিজের গ্রামের নয়, অন্যান্য গ্রামের মেয়েরাও ওঁর আশ্রয় চাইতে লাগল। উনিও নিজেকে শারীরিক ও মানসিক ভাবে শক্তিশালী করে তৈরি করেছিলেন। ওঁর স্বামী টুলো পন্ডিত হলেও প্রাণের বন্ধু ছিল পরান বাগদি। সেই রাসুকে আক্রমন ও আত্মরক্ষার কিছু কিছু পদ্ধতি শিখিয়েছিল। অবশ্য, দুষ্ট জমিদারের কাজে বাধা দেওয়ায় তার লেঠেলের ছোঁড়া বর্শাতেই রাসুর প্রাণ গিয়েছিল। সে যাক। তাতে রাসুর দুঃখ নেই। দুঃখ এটাই যে শরীরটা মজা খালের নিচে পড়ে রইল, কেউ দেখতেও পেল না। সৎকারও হল না। 


কিন্তু, মরেও রাসু শান্তি পায় নি। এখানে সে দেখেছে, কত মেয়ে অত্যাচারিত হয়ে এখানে আসে। কাউকে বাড়ির লোকেরাই কষ্ট দেয়। কাউকে বাড়ির বাইরের লোক। আত্মীয়রা যখন কষ্ট দেয়, তখন রাসুর যেন পাগল পাগল লাগে। এই তো সেদিন … একটা মেয়ে, চাঁপা, খুব কাঁদছিল। তার সৎ বাবা তাকে নষ্ট করেছে। আর মা কিনা চুপ থাকতে বলছে! কি না সম্মান যাবে! লোকে কি বলবে? মেয়েটা লজ্জায় ঘেন্নায় গলায় দড়ি দিয়েছিল। তারপর এখানে এসে কি কান্না! নিজের হাতে নিজেকে শেষ করা কি চাট্টিখানি কথা! রাসু এখানের প্রতিষ্ঠিত ভুত শিবেকে নিয়ে গেছিল চাঁপার বাড়ি। ওদের জন্য সে এক মজার কথা। শিবে গিয়ে চাঁপার মাকে ভর করেছে। আর, চাঁপার মা গিয়ে চাঁপার বাবাকে গলা টিপে মেরে ফেলেছে। তারপর পুলিশ স্টেশনে গিয়ে ধরা দিয়েছে। কার্য ও কারণ বর্ণনা করেছে। পুলিশ ডাইরি লিখে নেওয়ার পর শিবে যেই চাঁপার মাকে ছেড়ে দিয়েছে সে ধপ করে মাটিতে বসে "আমি কোথায়", "আমি এখানে কি করছি",  "আমি কিছু জানিনা" এই সব শুরু করেছে। ওদিকে লাশের গলায় তার আঙ্গুলের স্পষ্ট ছাপ। রাসু আর শিবে হাসতে হাসতে ফিরে এসেছে। তা নাহলে রাসু ভয় দেখিয়েই কাজ সারে। আগুনের গোলার মত রূপ, আর হাতে খাঁড়া নিয়ে তেড়ে গেলে, সবাই প্রাণ নিয়ে পালায়। 


রাসু যখন বেঁচে ছিল, তখনের কথা আলাদা। তখন দেশে শাসন ছিল না। দেশ বা আইন বলতে কি বোঝায়, তাইই লোকে জানত না। রাজা বা জমিদার বা মোড়ল ভালো হলে, লোকে ভালো থাকত। তারা ভালো না হলে, সাধারণ লোকেদের দুর্গতির শেষ ছিল না। কিন্তু, রাসু তো ব্রহ্মদত্যি ঠাকুরের কাছে শুনেছে দেশ নাকি এখন স্বাধীন হয়েছে (মানেটা অবশ্য রাসু তেমন বোঝে নি)। দেশে নাকি এখন আইনের শাসন। এখন নাকি অন্যায় অপরাধ করে আর পার পাবার জো নেই। রাসু ভেবেই পায় না যে তাহলে মেয়েগুলোর উপায় হয় না কেন! 


তবে আজকের কথা একদম আলাদা। আজকে যে মেয়েটা এসেছে, সেই মেয়েটা যেন আলো দিয়ে তৈরি। প্রথমে কিছুক্ষণ এক জায়গায় ছিল। তারপর সেই আলোর ফুলকিটা আস্তে আস্তে বড় হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, এক থেকে অনেক হচ্ছে। কি যে হচ্ছে, কেউ বুঝতে পারছে না। এমন সময় শিবে পৃথিবী থেকে ঘুরে এসে বলল ওখানে নাকি কি একটা হয়েছে। সবাই মিলে চলল দেখতে। গিয়ে দেখে রাতের আঁধার আর আঁধার নেই। এমনিতেই বিদ্যুতের আলোয় চারিদিক ঝলমল করে। আজকে সাথে আবার রয়েছে মোমবাতি। কত লোক। মেয়ে। পুরুষ। কত রাত হয়ে গেছে, তাও লোকের যেন ঢল নেমেছে। তারা গর্জন‌ করছে "বিচার চাই"। সবাই শুনল একটি মেয়ের উপর অত্যাচার হয়েছে আর সারা শহর, সারা রাজ্য, সারা দেশ বিচার চাইছে। সেই আলোর মেয়েটি সবার বুকের মধ্যে আলো ছড়িয়ে দিয়েছে। কেউ আর একা নয়। কেউ ভয় পাচ্ছে না। 


সবাই একসঙ্গে লড়ার জন্য তৈরি। এবার বোধহয় রাসু বামনী বিশ্রাম পাবে, শান্তি পাবে।


পাবে কি???

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত