ছড়া ।। শিরদাঁড়া ।। প্রনীল মাধব - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

ছড়া ।। শিরদাঁড়া ।। প্রনীল মাধব

শিরদাঁড়া

প্রনীল মাধব


শিরদাঁড়াটা কোথায় গেল
পাই না খুঁজে ভাইরে 
সাধারণের মিছিল দেখে
ভয়ে মরে যাইরে ।

পদলেহল করে করে
থাকি সদাই নিচে
মাথা তুলে দাঁড়াবো কি
বিবেক বুদ্ধি মিছে।

কেমন করে নামবো পথে
প্রতিবাদের ভিড়ে
তাবেদারি না করে যে
ভিজে না মোর চিড়ে।

বুদ্ধিজীবী ছিলাম ভালো
সুটে বুটে কোটে 
আজকে সবাই ধিক্কার দেয় রে
আমার উপর চটে।

শিরদাঁড়াহীন বাঁচবো না আর
করছে খোকা শপথ
না যদি আজ শুধরে যাই 
আসবে ঘরে আপদ।
==========

No comments:

Post a Comment