কবিতা ।। চলছে ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। চলছে ।। সুশান্ত সেন



বললাম অ; শুনলে হ; লিখলে গ
এই ভাবে সব গুলিয়ে একাকার হয়ে
যখন অনেক যুগের অনেক পরিশ্রমে 
একটা ভাষা তৈরি হলো
তখন তার বিশ্লেষণ করতে বসলেন
পণ্ডিতেরা।
তবু বিস্তর চেষ্টাতেও
হরপ্পা লিপির পাঠ উদ্ধার হল না।

তখন মাথার চুল ছিঁড়ে এটাই সাবাস্ত হল
যে হরপ্পা একটা সভ্যতা ছিল বটে।

এদিকে যখন হরিয়ানায় খুজে পাওয়া গেল
রথের ধ্বংসাবশেষ তখন পণ্ডিতেরা আবার বিচারে বসলেন।

সেই বিশ্লেষণ এখনও চলছে।

==============

সুশান্ত সেন
৩২বি, শরৎ বোস রোড কলিকাতা।





No comments:

Post a Comment