কবিতা ।। ঘোষণা ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। ঘোষণা ।। প্রতীক মিত্র

ঘোষণা 

প্রতীক মিত্র


হুমকি যত বাড়তে থাকবে
ফুলকি তত ছড়াতে থাকবে
এদিক ওদিক সবদিকে।
তুমি বরং মাপতে থাকো জল
রাস্তায় সাধারণের ঢল
উঁচু ছাদের কার্নিশে ঝুঁকে।
নিভবে না এ আগুন
যতদিন না মিলছে বিচার,
মৃত জাতি জেগেছে কি দারুণ 
এটাই তো ছিল হওয়ার।
দর কষাকষি ছেড়ে
মিথ্যের শহরে
আয়নায় মুখ দেখে
জানিয়ে দিই নিজের পরিচয়
আশাবাদেরই আলো চোখে।
যে যেদিক থেকে আসুক
মিলবে পথ একই অভিমুখে।
পা যতটা পথই হাঁটুক
এ বিবেকে নেই কোনো অসুখ।
হুমকি যত বাড়তে থাকবে
ফুলকি তত ছড়াতে থাকবে
এদিক ওদিক সবদিকে।

==============

প্রতীক মিত্র, কোন্নগর, পশ্চিমবঙ্গ





























































































































































































































































































No comments:

Post a Comment