কবিতা ।। মেয়েদের স্বাধীনতা চাই ।। সুনীপা শী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। মেয়েদের স্বাধীনতা চাই ।। সুনীপা শী

মেয়েদের স্বাধীনতা চাই 

সুনীপা শী


আসিসনে মা মর্তে এবার, 
আসিস নে মা আমাদের মাঝে।
ভয় যে হয় তোকে ও নিয়ে,
দানব দের কু নজরে পরিস নে যেনো তুই ও।
স্বর্গ লোকে করেছিস তুই অসুর দমন।
মর্ত লোকে করবে কে অসুর নিধন? 
জনগণ আজ রাস্তায় নেমে করছে আন্দোলন। 
দলে দলে এক হয়ে চাই ছে বিচার। 
চাই ছে মেয়েদের নিরাপত্তা,স্বাধীনতা।
জনগণের মাথার উপর বসে যারা,
তাদের আন্দোলনের ডাক যায় না শোনা। 
তাদের কাছে ধর্ষিতা মেয়েদের দাম -
মাত্র দশ লক্ষ টাকা।
তারা তো জনগণের মুখ বন্ধ করতে চাই। 
চাই, জনগণ কে আড়াল করতে।
লক্ষীর ভান্ডার আছে,
 অথচ ,লক্ষীদের নিরাপত্তা নেই। 
কন্যাশী, রুপশী এমন কি - 
বছর বছর - তুই মা আসবি বলে,
মণ্ডপে মণ্ডপে হাজার হাজার টাকা দিচ্ছে ।
চাই না আমরা অমন টাকা।
চাই না অমন টাকায় মণ্ডপ সাজিয়ে- 
তোকে সজ্জিত করতে।
ভয় যে হয় দানব দের চোখে ,
তুই যেনো না -পরিস মা ।
তুই যেনো না পরিস ।

=====================
নাম-সুনীপা শী গ্রাম -মামুদপুর থানা -ফলতা পোষ্ট- রাজারামপুর জেলা -দক্ষিণ ২৪পরগনার 

No comments:

Post a Comment