কবিতা ।। আসিস না মা ।। প্রিশিতা পরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। আসিস না মা ।। প্রিশিতা পরী

আসিস না মা

প্রিশিতা পরী 


এই বাংলায় আসিস না মা
কৈলাস ধামেই থাক তুই
যারা তোকে একহাতে পুজো করে
তারাই অন্য হাতে জ্যান্ত্দুর্গা নিধন করে।

তোর জন্য তাই আর কাশফুল হাসে না
মহালয়ার সুরও বিষন্নতায় পূর্ণ হয়েছে
কুমোরটুলিতে তোর মৃন্ময়ী রূপ আর চিন্ময়ী নেই
তোকে বরণ করার মতো মায়ের আঁচল নেই।

তোর আগমনে নববস্ত্রে নবপুষ্পে ভরে উঠতো ধরা
খুশির বীণার রাগ ছড়িয়ে পড়ত আকাশে বাতাসে
সকল গ্লানি বেদনা ভুলে উৎসবে মত্ত হতো বাঙালি
যে হাত তোর পাদস্পর্শ করতো সে আজ কলঙ্কিত।

ফিতে কেটে যে তোর আবাহন দিত
মুখোশের আড়ালে সেই খুনের কান্ডারী
ধর্ষকের মুখ বাঁচাতে ন্যায়ালয়ে হাজির
বাঙালি হয়ে আমরা লজ্জিত।

যে শারদোৎসব বাংলার ঐতিহ্য
মাতৃশক্তির আরাধনা হত প্রতিটি ঘরে
সে আজ মুহ্যমান তাসের ঘরের মতো ভগ্ন
গগন বিদারী আর্তনাদে মানুষ আজ ঘুমহীন।
================

No comments:

Post a Comment