কবিতা ।। তিলোত্তমার বিচার চাই! ।। গোবিন্দ মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। তিলোত্তমার বিচার চাই! ।। গোবিন্দ মোদক


তিলোত্তমার বিচার চাই!

গোবিন্দ মোদক


এবার পুজোতে কিছু চাই না গো মা 

শুধু কিছুটা ক্রোধ দিও

তীব্র থেকে তীব্রতর উচ্চারণের ক্ষমতা 

দিও আরো আরো ঘৃণার দুর্লঙ্ঘ্য পাহাড়

নৈরাশ্য জয় করবার বর দিও মাগো 

দিও যন্ত্রণা সহ্য করবার সাহস

দিও লেলিহান আগুনে পোড়া 

       প্রতিবাদ করবার সমূহ শক্তি

যাতে দু'হাতের বজ্র মুষ্ঠি তুলে 

       বলে উঠতে পারি – 

তিলোত্তমার বিচার চাই!


তিলোত্তমার দু'চোখ দিয়ে অশ্রুর বদলে 

যে রক্তের ধারা বয়েছে মাগো 

তার প্রতিটি বিন্দুর হিসাব না নিয়ে 

পথ ছাড়বো না। 

মাগো, তুমি তো জানো না 

আমরা যে অসুর নিয়ে ঘর করি 

তা তোমার পদতলের অসুরের থেকেও 

আরো ভয়ংকর, আরো আরো নিষ্ঠুর,

সাংঘাতিকের চেয়েও সাংঘাতিক!

মাগো বিচার চাই। চাই — 

ইতিহাসের পুনরাবৃত্তি যেন আর না ঘটে!

তুমিও সমস্বরে বলো মাগো —

তিলোত্তমার বিচার চাই!


=========================

প্রেরক: গোবিন্দ মোদক। 

সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ।



No comments:

Post a Comment