কবিতা ।। ঘুমিয়েই থাকবে? ।। মনোরঞ্জন ঘোষাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। ঘুমিয়েই থাকবে? ।। মনোরঞ্জন ঘোষাল

ঘুমিয়েই থাকবে?

মনোরঞ্জন ঘোষাল


ঘুমিয়ে কি থাকবে চিরকাল? মানুষ!
কুম্ভকর্ণ রাক্ষস সেও ঘুমিয়ে থাকত; ছয় মাস
অত‍্যাচারের সাম্রাজ্য ঘিরে দমন নীতি।
স্বাধীনতা হরণ করে দমিয়ে রাখা যায়?
তারা ছিল ইংরেজ বিভেদী মানুষ
লোভ লালসায় সম্পর্কে ধরেছে ছেদ
জন্ম দিয়েছে শোষণ দমন বিচ্ছেদ।
আর কত কাল? কত কাল সইবে বল
শুধু বদল নয়, বদলাও চাই
যত পাকা হাত কলুষিত মন আর দুষ্টু বুদ্ধি
আর নেই দরকার; হোক সংস্কার 
চলে যাক সব মর্গে; ফেলে দাও আবর্জনার দলে
নতুন সূর্য উদয় হোক নতুন এক ভোরে।
যদি দেখ বেগতিক তার; তবে থাকবে না সেও
শেকড় গেড়ে বট বৃক্ষের মত
যুগ থেকে যুগ পেরিয়ে যেতে দেবেনা তারে
ধরণীর যেন বোঝা হয়ে সে না রয়
জয়ী হয়ে চিরকাল অন‍্যায় সমরে।

=================
মনোরঞ্জন ঘোষাল
আত্মারামপুর
পশ্চিম রামেশ্বর পুর
বজ বজ
দক্ষিণ চব্বিশ পরগনা
পিন 700140


No comments:

Post a Comment