Featured Post

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

ছবি
  নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে  গ্রন্থ-প্রকাশ বিষয়ক বিজ্ঞপ্তি ১। সম্পূর্ণ পত্রিকার খরচে এক ফর্মার ১০টি পুস্তিকা : এই প্রকল্পে লেখক-কবিদের থেকে কোনো খরচ নেওয়া হবে না।        পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বইগুলি প্রকাশিত হবে। লেখক/কবিকে সশ্রদ্ধায় সৌজন্য সংখ্যা দেওয়া হবে।       যাঁদের আগে কোন বই হয়নি , তাঁরা অগ্রাধিকার পাবেন। নতুনদের উপযুক্ত লেখা না পেলে বাকিদের লেখা নিয়ে লক্ষ্যমাত্রা পূরিত হবে।       লেখা সকলেই পাঠাতে পারেন। মেলবডিতে টাইপ করে বা word ফাইলে ।   ই-মেল : nabapravat30@gmail.com  (এবং হোয়াটসঅ্যাপেও)। বইয়ের শিরোনামসহ ১৫টি কবিতা বা ১৫টি অণুগল্প পাঠাতে হবে , শব্দ সংখ্যা বা লাইন সংখ্যার বাঁধন নেই । মনোনীত হলে মানানসই বইয়ের ফরম্যাটে যে কটি যাবে রাখা হবে ।       সঙ্গে লেখক পরিচিতি , ঠিকানা , যোগাযোগের ( কল ও হোয়াটসঅ্যাপ )   নম্বর ও এক কপি ছবি দেবেন। লেখক পরিচিতিতে অবশ্যই জানাবেন, এটি আপনার প্রথম প্রকাশিত বই হবে অথবা পূর্ব প্রকাশিত গ্রন্থতালিকা। অনলাইন বা মুদ্রিত পত্রিকা বা সমাজ - মাধ্যমে প্রকাশিত লেখাও পাঠানো যাবে । তবে কোনও গ্রন্থভুক্ত লেখা

কবিতা || প্রতিবাদ || জয়ন্ত চট্টোপাধ্যায়

প্রতিবাদ  ||  জয়ন্ত চট্টোপাধ্যায়


ফুলেরা প্রতিবাদ করে। যদিও নীরব তবু...
আরও কয়েকটা ঘণ্টা ও সময়ের পথ বেয়ে তারা
নিতে চায় আলো হাওয়া জগতের সুখ
নিষ্ঠুর মানুষ স্বার্থপূরণের জন্য তাকে ছিঁড়ে নেয়,
আর কলঙ্কিত করে -- হোক তা পুজোর ডালি,
মালা ও পসরায়,বাহারি চুলে বা কানে ফুল কাঁদে,
কেঁদে যায়...
কেউ শোনে না
পুণ্য,পয়সা,পুলক বা লোভ তাকে অমানবিক করে।

শিশুর শৈশব কেড়ে যারা সুখ পায় -- তারা মানুষ
নামেই পরিচিত,যারা অকারণে আঘাত করে তাদেরও
মানুষই তো বলে,যারা মানুষের রক্ত আর মাংসের গন্ধে পাগল
তাদের মাঝে মাঝে অ- উপসর্গ লাগিয়ে দিলেও
' মানুষ ' শব্দটি ল্যাজের ভূষণ হয়ে ঝুলে আছে দেখি !

হায়নার মতো বা কমোডো ড্রাগনের মতো যারা শুধু
খাদ্য আর প্রজনন ছাড়া কিছুই জানে না -- তোমরা তো
তাদের চেয়ে নীচ, শুধু খাদ্য আর প্রজনন নয়
আত্মরক্ষার যত কূটকৌশল তোমরা দখলে রেখেছো,
যাকে বলে কবচকুণ্ডল, কর্ণের মতো তা সহজাত নয়,
কূটনীতিজাত অজেয় সম্পদ
হে হায়নার দল,হে কমোডো ড্রাগন তোমরা খেয়ে যাচ্ছো
জীবন যৌবন ধন...  সবকিছু আর নিশ্চিন্তে ভাবছো এভাবেই --
এভাবেই তোমাদের দুর্গটি সুরক্ষিত থাকবে,
শত অন্যায়েও তোমাদের কিস্‌সুটি হবে না
ভুলে গ্যাছো মানুষের প্রতিবাদ ভেঙে দিতে পারে
পৃথিবীর সব দুর্গের সুরক্ষা,পলকেই ধ্বংস হয়ে যেতে পারে
অপরাধের সাজানো প্রাচীর
তখন তোমদের দখলের সুরক্ষা তুচ্ছাতিতুচ্ছ হয়ে যাবে।
শুভবুদ্ধি প্রলয় ঘটাতে পারে,জেনে রেখো শুভবুদ্ধি
সংগঠিত হলে প্রলয় ঘটবেই।
মানুষ জেগেছে,হাতে হাত রেখে করেছে দৃঢ় অঙ্গীকার
সমাজের সেইসব ছদ্মবেশী হায়নাদের সমাজবিচ্ছিন্ন
করবেই,তাদের কঠোরতম শাস্তি দেবেই,
আইনের শাসনের মানদণ্ডেই হবে অমার্জনীয় পাপের
উপযুক্ত শাস্তি।
সম্মিলিত প্রতিবাদ-প্রতিরোধ আর তাৎক্ষণিক নয়,
তা নিরবচ্ছিন্ন এবং জীবনের অবশ্য কর্তব্য বলেই
হয়ে উঠেছে অপরিহার্য।



==================

জয়ন্ত চট্টোপাধ্যায়
গোপেশ্বরপল্লি, বিষ্ণুপুর, বাঁকুড়া - ৭২২১২২

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 'স্বাধীনতা, স্বদেশ ও স্বকাল' বিষয়ক সংখ্যা ।। ভাদ্র ১৪৩১ আগস্ট ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান