কবিতা ।। লিখতে পারো ।। নীলমাধব প্রামাণিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। লিখতে পারো ।। নীলমাধব প্রামাণিক


লিখতে পারো

নীলমাধব প্রামাণিক


সত্যি তুমি লিখতে পারো
পারোই তুমি লিখতে তাই
গিলতে হবে যতোই সে হোক
অস্বস্তিকর যাচ্ছেতাই ।

সত্যি সত্যি লিখতে পারো
টেনেই সে সব প্রসঙ্গ
লিখতে সবার হয়না সাহস
হবেন শেষে অনঙ্গ  ?

সত্যি কি আর লিখতে পারো
কেবল শুধু যাও বলে
ঘটতে থাকা দৃশ্যাবলি
চোখের সামনে জ্বলজ্বলে ।

সত্যি সত্যি লিখতে বসে
হিজিবিজি ভ্যানতাড়ায়
সময় কাটে ঠাটবাটে আর
তফাৎ বাড়ে শিরদাঁড়ায় ।

মিথ্যে না হোক ফলিয়ে যদি
বলিয়ে হন নামকরা
সত্যি ভীষণ বিখ্যাত লোক
ভীতরে বেশ ঘুণধরা ।

সত্যি তুমি লিখতে পারো
বলতে পারো যা ইচ্ছে
মিথ্যে কেবল মানুষ হলে
গুরুত্ব আর কে দিচ্ছে ।


--------

নীলমাধব প্রামাণিক
কিসমত মাধব নগর (ধোপাহাট)
ডাক- পূর্ব চাঁদপুর, মন্দির বাজার
দক্ষিণ চব্বিশ পরগনা
ডাক সূচক-  ৭৪৩৩৩৬

No comments:

Post a Comment