কবিতা ।। কোরাস রাত ।। বন্দনা পাত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। কোরাস রাত ।। বন্দনা পাত্র

কোরাস রাত

বন্দনা পাত্র 



গাঢ় মেঘ জমছিল সারাদিন বেহুঁশ আকাশে,
ভিখিরী হোল সময়, একটাই চাওয়া এ দেশে 
বেহুঁশ নয়, হুঁশে ফেরা একটা উন্মুক্ত আকাশ চাই 
নাবিক হয় অশান্ত সমুদ্রে প্রায় প্রতিটি সকলেই। 

রাতের ভয়ংকর শব্দ কোনও ক্যামেরায় নেই বন্দী
কোরাস হয়েছিল দুর্ভিক্ষ সময়ের রাত, অভিসন্ধি 
ছিল কয়েক ডজন মেঘ মিলে মৃত এক ক্রীতদাস 
নিয়ে আসবে বলে,  মাটির উপর আগুন আকাশ 

সমবেত জনগণ প্রণাম করে,আয় মা,তুই আশ্বিনে
শিউলি পড়েছে ঝরে পথের এখানে ওখানে...
আকাশে আকাশে সংগীত ভেসে আসে 
মুগ্ধ হয় মন কাশ ফুলে ঢোল বাজা কোরাসে।

গভীর হয় রাত, মন বলে দুর্গার প্রভাত....
কোন্ নীড়ে আছি বসে রাতে কি ব্যাঘাত?
কখন আসবে মা ভয়ার্ত রাত যাবে কবে?
কোরাস যেন করাত্ হচ্ছে দিন দিন ভবে...।

বিচ্ছেদে বৃষ্টিতে নিঃসঙ্গ একাকী ঘরে ঘরে
জেগে থাকুক প্রাণ আধুনিক রাত্রির ঘ্রাণ...
তবুও সেই ভয় যেন চলে যায় অনেক দূরে,
কোরাসে কোরাসে হোক শুভ রাত্রির আহ্বান।।

============

No comments:

Post a Comment