কবিতা ।। শোক সন্তাপের দুর্গা ।। সুদামকৃষ্ণ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। শোক সন্তাপের দুর্গা ।। সুদামকৃষ্ণ মন্ডল

শোক সন্তাপের দুর্গা

সুদামকৃষ্ণ মন্ডল


আমার দুর্গা হারিয়ে গেছে শোক বিহ্বল রাতে
ফিরবে না সে আর কোনওদিন শরৎ শিউলি প্রাতে
ঘরে বাইরে কুমারী প্রতিমা  রাস্তায় ট্রেনে বসে
বারো মাসে দিনে রাতে হাঁটছে উষ্ণ শ্বাসে
হায়না শেয়ালে রক্ত চাটে শকুনে খায় মাংস
নারীর মাংস ওদের প্রিয় মাতৃ নিধনে অংশ
রক্তেও ঘামে শহর গ্রাম মিছিলে আমজনতা
মোমের বাতি জ্বলছে মৃদু শাসক মুখে ভণিতা
রক্ষক দলে ভক্ষক ভিড়ে গদি দখলে হুমকি
সাধুর বেশে শয়তান ঘুরে নয়তো বিষয় ঠুনকি
চোখের জলে প্লাবন আসে কন্যার পিতা কাঁদছি
কন্যা  হারানোর বিষম ব্যথায় সন্তাপে  মুষড়ে  আছি

==================

সুদামকৃষ্ণ মন্ডল
গ্রাম: পুরন্দর পুর (অক্ষয় নগর)
পোস্ট : অক্ষয় নগর
থানা : কাকদ্বীপ
জেলা : দঃ চব্বিশ পরগণা

No comments:

Post a Comment