কবিতা ।। বিচার চেয়ে যাব ।। শঙ্খ চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। বিচার চেয়ে যাব ।। শঙ্খ চক্রবর্তী


বিচার চেয়ে যাব
 
শঙ্খ চক্রবর্তী
 

তুমি আমায় গন্ধ দিয়ে যেও। 
আমি পরাগরেণু হব। 
মাটির গায়ে ছড়িয়ে পড়ে জোরসে
বিচার চাব। 
বিচার যদি না মেলে তবে হাওয়ায়
উড়ে যাব। 
নতুন দেশের নতুন ফুলের গর্ভমুণ্ডে
মিশে, 
নতুন রঙের নতুন গানের নতুন 
ফুল ফোটাব।
 পাওয়া যত অবিচারের, কথা যত
অন্ধকারের, সবই ভুলে যাব। 
আমি পরাগরেণু হব। 

তুমি বৃষ্টি দিয়ে যেও, 
এই মাটিতেই আবার জন্ম লব। 
মাটির বুকে ফসল হয়ে, কখনো
সোনার রোদ্রু হয়ে, আবার বিচার
চাব। তুমি আমায় হৃদয়ে ধরে রেখো। 
আমি তোমার গান গাব। এমনভাবেই
প্রতিকালে বিচার চেয়ে যাব। 

=======================
শঙ্খ চক্রবর্তী
১৭৪, পূর্ব সিঁথি বাই লেন, 
রাধারমণ প্লাজা, ফোরথ ফ্লোর, ফ্ল্যাট ফোর এ, দমদম, কোলকাতা।

No comments:

Post a Comment