Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতা ।। একটু শান্তির খোঁজে ।। দীপক পাল

একটু শান্তির খোঁজে

দীপক পাল


তোমাদের নিয়ে এবার বিবেকের
      ডাক এসেছে আমাদের মননে
তোমরা এক এক জন চিকিৎসক,
      অবশ্য কেউ কেউ বলে ভগবান,
কত আশা কত স্বপ্ন নিয়ে
      হয়েছ এক এক জন ডাক্তার।
মানব সেবার শপথ নিয়ে 
      করবে সব রোগের সমাধান।
মূমূর্ষ রুগীর চিকিৎসা করে 
      পেয়েছ কত আনন্দ,
চোখে জল আনে তখন যখন
      সুস্থ হয়ে ভরে তোলে আশীর্বাদে।
কত সন্মান পাও মানুষের
      পাও যে কত শ্রদ্ধা তাদের কাছে,
অতি উৎসাহে করে যাও রুগীর সেবা
      বেডের পর বেড অতি নির্বিবাদে।
কিন্তু এত নিঃস্বার্থ সেবার কাজ বিঘ্নিত হয়
      কিছু দুর্নীতিপরায়ন মানুষের জন্য।
হিংস্র পশুরা যেমন তার শিকার ধরে
      তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়,
এরাও কেউ কেউ রাতের আঁধারে
      নারী সঙ্গে পেতে চায়।
অন্ধকারে নীর্জন পথে চলে তারা 
      বিষাক্ত হিংস্র শ্বাপদের মত
সুযোগ খুঁজে বেড়ায় প্রতিবাদীদেরকে
      খুন  করে সরিয়ে দেয় জীবনের মত।
কেউ কি জানে সরকারি হাসপাতালে নেই
      পর্যাপ্ত চিকিৎসক,  আছে ঘাটতি,
তাই করে যেতে হয় ডিউটি হাসি মুখে
      চব্বিশ  ছত্রিশ আটচল্লিশ ঘণ্টা।
কিন্তু এই ডিউটির পরেও তারা কিন্তু
      যথেষ্ট নিরাপদ নয় কখনো।
কন্যাসমা অভয়ার চোখে ছিল স্বপ্ন
      এক দুর্নীতি মুক্ত হাসপাতাল,
আর চেয়েছিল রুগীদের একটু
      ভাল চিকিৎসা ও ওষুধ সকল।
তার মন ছিল সুন্দর, ছিল প্রতিবাদী
      রক্ত পিপাসুরা দেয়নি তাকে বাঁচতে।
তীব্র আক্রোশে ও ভোগের লালসায় তাদের
      কাঁপেনি হাত অত্যাচার করে খুন করতে
তার শেষ প্রতিবাদ যেন ছাড়িয়ে পড়ে
      দিক হতে দিগন্তে সবার মাঝে।
দোষীদের কোমড়ে দড়ি বেঁধে যেন
      নামানো হয় জনসাধারণের মাঝে;
তবে যদি পায় অভয়ার  আত্মা
      একটুখানি শান্তি।।


            -০-০-০-০-০-০-০-০-০-


Dipak Kumar Paul,
DTC Southern Heights,
Block-8, Flat-1B,

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত