কবিতা ।। একটু শান্তির খোঁজে ।। দীপক পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। একটু শান্তির খোঁজে ।। দীপক পাল

একটু শান্তির খোঁজে

দীপক পাল


তোমাদের নিয়ে এবার বিবেকের
      ডাক এসেছে আমাদের মননে
তোমরা এক এক জন চিকিৎসক,
      অবশ্য কেউ কেউ বলে ভগবান,
কত আশা কত স্বপ্ন নিয়ে
      হয়েছ এক এক জন ডাক্তার।
মানব সেবার শপথ নিয়ে 
      করবে সব রোগের সমাধান।
মূমূর্ষ রুগীর চিকিৎসা করে 
      পেয়েছ কত আনন্দ,
চোখে জল আনে তখন যখন
      সুস্থ হয়ে ভরে তোলে আশীর্বাদে।
কত সন্মান পাও মানুষের
      পাও যে কত শ্রদ্ধা তাদের কাছে,
অতি উৎসাহে করে যাও রুগীর সেবা
      বেডের পর বেড অতি নির্বিবাদে।
কিন্তু এত নিঃস্বার্থ সেবার কাজ বিঘ্নিত হয়
      কিছু দুর্নীতিপরায়ন মানুষের জন্য।
হিংস্র পশুরা যেমন তার শিকার ধরে
      তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়,
এরাও কেউ কেউ রাতের আঁধারে
      নারী সঙ্গে পেতে চায়।
অন্ধকারে নীর্জন পথে চলে তারা 
      বিষাক্ত হিংস্র শ্বাপদের মত
সুযোগ খুঁজে বেড়ায় প্রতিবাদীদেরকে
      খুন  করে সরিয়ে দেয় জীবনের মত।
কেউ কি জানে সরকারি হাসপাতালে নেই
      পর্যাপ্ত চিকিৎসক,  আছে ঘাটতি,
তাই করে যেতে হয় ডিউটি হাসি মুখে
      চব্বিশ  ছত্রিশ আটচল্লিশ ঘণ্টা।
কিন্তু এই ডিউটির পরেও তারা কিন্তু
      যথেষ্ট নিরাপদ নয় কখনো।
কন্যাসমা অভয়ার চোখে ছিল স্বপ্ন
      এক দুর্নীতি মুক্ত হাসপাতাল,
আর চেয়েছিল রুগীদের একটু
      ভাল চিকিৎসা ও ওষুধ সকল।
তার মন ছিল সুন্দর, ছিল প্রতিবাদী
      রক্ত পিপাসুরা দেয়নি তাকে বাঁচতে।
তীব্র আক্রোশে ও ভোগের লালসায় তাদের
      কাঁপেনি হাত অত্যাচার করে খুন করতে
তার শেষ প্রতিবাদ যেন ছাড়িয়ে পড়ে
      দিক হতে দিগন্তে সবার মাঝে।
দোষীদের কোমড়ে দড়ি বেঁধে যেন
      নামানো হয় জনসাধারণের মাঝে;
তবে যদি পায় অভয়ার  আত্মা
      একটুখানি শান্তি।।


            -০-০-০-০-০-০-০-০-০-


Dipak Kumar Paul,
DTC Southern Heights,
Block-8, Flat-1B,

1 comment: