কবিতা ।। হারিয়ে গেছে ।। কল্যানী মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। হারিয়ে গেছে ।। কল্যানী মন্ডল


জানি দেখা হবে না কোনদিনই
জীবনের সব আলো মুছে দুরে
জেগে থাকে শুকতারা৷
কত স্মৃতি ভেসে ওঠে দু চোখ জুড়ে,
যত্নে রাখা আদুরে সুখময় সোনালী আলোর দিন,
একটা আমুদে ঘর ছিলো,
সেখানে পরে আছে বিবর্ণ লাটাই,
সুতো ছিঁড়ে কবেই উড়ে গিয়েছে ঘুড়ি,
পদচিহ্ন রেখে পথ তেমনি আছে আঁকাবাঁকা,
বুকের মাঝে আটকে আছে হাজার খানেক ব্যথা৷
হঠাৎ করে বৃৃষ্টি মেঘ এসে ভিজিয়ে দিয়ে যায় আঁচল৷
থাকতাম তোমারী মায়ায় তোমারী ছায়ায়৷
নিরিবিলি অন্তরালে ছায়ায় খুঁজি বিবর্ণ স্মৃৃৃতি৷
কখনো সখনো চকমকি আলো চলকে ওঠে
আগলে রাখি তাকে,
ব্যথা বর্জিত শুন্য  হৃদয় কালো আকাশে মুখ ঢাকে৷

No comments:

Post a Comment