কবিতা ।। বিনীত আবেদন ।। শংকর ব্রহ্ম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। বিনীত আবেদন ।। শংকর ব্রহ্ম

বিনীত আবেদন

শংকর ব্রহ্ম



ভাতা পাওয়া বুদ্ধিজীবী

কোথায় আছ সব?

দেশে যা আজ ঘটছে

সেটা করছ অনুভব?


ভাতাজীবী বুদ্ধিজীবী

সব অন্ধ কালা হয়ে,

রাজ্যে যা সব ঘটছে

দেখবে না তা চেয়ে?


ভাতায় লোভে চোখটি বুজে

 মুখটি বুজে থেকে, 

দলদাস করবে প্রমাণ

সব কিছু আজ দেখে?


বিবেক কোথায় হারিয়ে গেছে

খোঁজ করে তা দেখ

দু'এক ছত্র সুবিচার চেয়ে

আজকে না হয় লেখ।


------------------------


SANKAR BRAHMA.
8/1, ASHUTOSH PALLY,
P.O. - GARIA,
Kolkata - 700 084.

No comments:

Post a Comment