কবিতা ।। সেই মেয়েটি রাত জাগে ।। সুপ্রভাত মেট্যা. - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। সেই মেয়েটি রাত জাগে ।। সুপ্রভাত মেট্যা.

সেই মেয়েটি রাত জাগে 

সুপ্রভাত মেট্যা 


সেই মেয়েটি রাত জাগে। জাগে সারারাত। সে ডাক্তার।
তার সেবা-নিয়োজিত প্রাণ, ভয়হীন, নির্ঘুম, 
নিঝুমরাত একা জাগে।
শুশ্রূষায় ঝুঁকে পড়ে চোখ। 
অবিরত স্নেহ, মায়া, নিরাময়ের তরল ওষধি 
তার আলো হওয়া মুখে, ভাসে। 
কী চমৎকার জ্যোৎস্নায় মোড়া সাদা শার্ট! 
শাড়ির আঁচলে সুখ, আহা!

ও কার ছায়াঘন হাত? 
নৃশংস, হিংস্র, এগিয়ে আসে বুকে?
ওরা কারা? কাদের লালায়িত জিহ্বা, ব্যাঘ্র-নখর, 
ক্ষতবিক্ষত করে, করে গেছে দেহ! 
ওরা কি মানুষ? বোন আছে? মেয়ে? মা আছে ঘরে? 
ছিঃ ছিঃ ছিঃ! একি মানবিক? 

পৈশাচিকতারও একটা সীমা আছে, পিশাচ তা জানে; 
অথচ মানুষ জানে না!

==========================

কবির নাম :- সুপ্রভাত মেট্যা 
গ্রাম :- বলরামপুর 
পোষ্ট :- জয় বলরামপুর 
থানা :- তমলুক 
জেলা :-পূর্ব মেদিনীপুর 
পিন:- ৭২১১৩৭



No comments:

Post a Comment