Featured Post

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

ছবি
  নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে  গ্রন্থ-প্রকাশ বিষয়ক বিজ্ঞপ্তি ১। সম্পূর্ণ পত্রিকার খরচে এক ফর্মার ১০টি পুস্তিকা : এই প্রকল্পে লেখক-কবিদের থেকে কোনো খরচ নেওয়া হবে না।        পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বইগুলি প্রকাশিত হবে। লেখক/কবিকে সশ্রদ্ধায় সৌজন্য সংখ্যা দেওয়া হবে।       যাঁদের আগে কোন বই হয়নি , তাঁরা অগ্রাধিকার পাবেন। নতুনদের উপযুক্ত লেখা না পেলে বাকিদের লেখা নিয়ে লক্ষ্যমাত্রা পূরিত হবে।       লেখা সকলেই পাঠাতে পারেন। মেলবডিতে টাইপ করে বা word ফাইলে ।   ই-মেল : nabapravat30@gmail.com  (এবং হোয়াটসঅ্যাপেও)। বইয়ের শিরোনামসহ ১৫টি কবিতা বা ১৫টি অণুগল্প পাঠাতে হবে , শব্দ সংখ্যা বা লাইন সংখ্যার বাঁধন নেই । মনোনীত হলে মানানসই বইয়ের ফরম্যাটে যে কটি যাবে রাখা হবে ।       সঙ্গে লেখক পরিচিতি , ঠিকানা , যোগাযোগের ( কল ও হোয়াটসঅ্যাপ )   নম্বর ও এক কপি ছবি দেবেন। লেখক পরিচিতিতে অবশ্যই জানাবেন, এটি আপনার প্রথম প্রকাশিত বই হবে অথবা পূর্ব প্রকাশিত গ্রন্থতালিকা। অনলাইন বা মুদ্রিত পত্রিকা বা সমাজ - মাধ্যমে প্রকাশিত লেখাও পাঠানো যাবে । তবে কোনও গ্রন্থভুক্ত লেখা

কবিতা ।। স্বাধীনতা ।। বেণীমাধব সরকার


স্বাধীনতা 

বেণীমাধব সরকার 


সাচ্চলিশে পেয়ে ছিলাম আজাদ পাকিস্তান,
"পাক ছার জমিন" বলে গেয়েছি তো গান।

বায়ান্নতে পিচ্চি ক'জন বলল কী যে এসে
বাংলা  হবে রাষ্ট্রভাষা সোনার বাংলাদেশে।

স্পর্ধা দেখে বুলেট মেরে উড়িয়ে দিলাম খুলি,
চুপটি করে রইনু ক'দিন উর্দু ভাষা ভুলি।

ছেষট্টিতে নামল পথে শেখ মুজিবের দল
ভয়ের চোটে পরান কাঁপে হলেম হত বল।

কী যে মন্ত্র দিল মুজিব বাঙালিদের কানে
আটষট্টি  উনসত্তুর লাফায় তাহার টানে।

আয়ুব শাহী বিদায় নিলে আসল ইয়াহিয়া, 
খাইল মাটি সত্তরেতে নির্বাচনটা দিয়া।

মুজিব গাহে উচ্চ স্বরে স্বাধীনতার গান,
চমকে ওঠে ভয়ের চোটে ইয়াহিয়ার প্রাণ।

একাত্তরের মার্চে  মুজিব একটি দিল ভাষণ
নয় মাসেতেই শেষ হয়ে যায় ইয়াহিয়ার শাসন।

ভারত নেতা ইন্দিরা যে সুকৌশলে এসে
স্বাধীনতা চাইনি তবু দিল তাহাই ঠেসে।

কত মধুর ছিল মোদের প্রাণের পাকিস্তান
ইন্দিরা আর মুজিব তারে করল যে  খান খান।

পঁচাত্তরের আগস্ট মাসে মুজিবকে তাই মারি,
রাসেল সহ পরিবারের কাউকে নাহি ছাড়ি।

খুনের মহোৎসবে উড়াই পাকিস্তানি  ধ্বজা,
বুঝুক এবার একাত্তরের স্বাধীনতার মজা।

ইয়াহিয়ার ভক্ত মোরা-- পা চেটেছি তার,
কি চমৎকার নামটা জানেন? আমরা রাজাকার।

শেখের বেটি শেখ হাসিনা ছিল না যে  দেশে
নতুন করে স্বাধীনতার গল্প শোনায়  এসে।

তার কথাতেই মজে গেল আবার বাঙালিরা,
শেখ মুজিবের মন্ত্র কানে গ্রহণ করে ফিরা।

আবাকাবা পরে এবার লুকাই গর্তে গিয়া,
উৎ পেতে রই জিহাদ করার স্বপ্ন বুকে নিয়া।

শেখের বেটি কর্ম-কাজে করলো কিছু ভুল
শেষ কাটালে সেটাই হলো মোদের অনুকূল। 

সুযোগ পেয়ে আমরা জাগি--জিহাদ করি শেষে
শেখ হাসিনার শক্তি গেল সাগর জলে ভেসে।

আন্দোলনের অগ্নিশিখায় ঢেলে দিলাম ঘি,
মোদের ছলাকলাটা কেউ বুঝতে পারেনি।

পেলাম এবার স্বাধীনতা পরিপূর্ণ রূপে
দেশ ছেড়ে যায়  শেখ হাসিনা নিতান্ত নিশ্চুপে।

একাত্তরের স্বাধীনতা মিথ্যা মেকি বলে
জুতার মালা পরিয়ে দিলাম শেখ মুজিবের গলে।

চব্বিশের এই স্বাধীনতায় জুড়ায়  মোদের প্রাণ,
"পাক ছার জমিন" বলে গাইব আবার গান।

=================

বেণীমাধব সরকার 
সহযোগী অধ্যাপক 
সিংগাইর সরকারি কলেজ 
সিংগাইর, মানিকগঞ্জ, বাংলাদেশ। 



মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 'স্বাধীনতা, স্বদেশ ও স্বকাল' বিষয়ক সংখ্যা ।। ভাদ্র ১৪৩১ আগস্ট ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান