Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতা ।। স্বাধীনতা ।। বেণীমাধব সরকার


স্বাধীনতা 

বেণীমাধব সরকার 


সাচ্চলিশে পেয়ে ছিলাম আজাদ পাকিস্তান,
"পাক ছার জমিন" বলে গেয়েছি তো গান।

বায়ান্নতে পিচ্চি ক'জন বলল কী যে এসে
বাংলা  হবে রাষ্ট্রভাষা সোনার বাংলাদেশে।

স্পর্ধা দেখে বুলেট মেরে উড়িয়ে দিলাম খুলি,
চুপটি করে রইনু ক'দিন উর্দু ভাষা ভুলি।

ছেষট্টিতে নামল পথে শেখ মুজিবের দল
ভয়ের চোটে পরান কাঁপে হলেম হত বল।

কী যে মন্ত্র দিল মুজিব বাঙালিদের কানে
আটষট্টি  উনসত্তুর লাফায় তাহার টানে।

আয়ুব শাহী বিদায় নিলে আসল ইয়াহিয়া, 
খাইল মাটি সত্তরেতে নির্বাচনটা দিয়া।

মুজিব গাহে উচ্চ স্বরে স্বাধীনতার গান,
চমকে ওঠে ভয়ের চোটে ইয়াহিয়ার প্রাণ।

একাত্তরের মার্চে  মুজিব একটি দিল ভাষণ
নয় মাসেতেই শেষ হয়ে যায় ইয়াহিয়ার শাসন।

ভারত নেতা ইন্দিরা যে সুকৌশলে এসে
স্বাধীনতা চাইনি তবু দিল তাহাই ঠেসে।

কত মধুর ছিল মোদের প্রাণের পাকিস্তান
ইন্দিরা আর মুজিব তারে করল যে  খান খান।

পঁচাত্তরের আগস্ট মাসে মুজিবকে তাই মারি,
রাসেল সহ পরিবারের কাউকে নাহি ছাড়ি।

খুনের মহোৎসবে উড়াই পাকিস্তানি  ধ্বজা,
বুঝুক এবার একাত্তরের স্বাধীনতার মজা।

ইয়াহিয়ার ভক্ত মোরা-- পা চেটেছি তার,
কি চমৎকার নামটা জানেন? আমরা রাজাকার।

শেখের বেটি শেখ হাসিনা ছিল না যে  দেশে
নতুন করে স্বাধীনতার গল্প শোনায়  এসে।

তার কথাতেই মজে গেল আবার বাঙালিরা,
শেখ মুজিবের মন্ত্র কানে গ্রহণ করে ফিরা।

আবাকাবা পরে এবার লুকাই গর্তে গিয়া,
উৎ পেতে রই জিহাদ করার স্বপ্ন বুকে নিয়া।

শেখের বেটি কর্ম-কাজে করলো কিছু ভুল
শেষ কাটালে সেটাই হলো মোদের অনুকূল। 

সুযোগ পেয়ে আমরা জাগি--জিহাদ করি শেষে
শেখ হাসিনার শক্তি গেল সাগর জলে ভেসে।

আন্দোলনের অগ্নিশিখায় ঢেলে দিলাম ঘি,
মোদের ছলাকলাটা কেউ বুঝতে পারেনি।

পেলাম এবার স্বাধীনতা পরিপূর্ণ রূপে
দেশ ছেড়ে যায়  শেখ হাসিনা নিতান্ত নিশ্চুপে।

একাত্তরের স্বাধীনতা মিথ্যা মেকি বলে
জুতার মালা পরিয়ে দিলাম শেখ মুজিবের গলে।

চব্বিশের এই স্বাধীনতায় জুড়ায়  মোদের প্রাণ,
"পাক ছার জমিন" বলে গাইব আবার গান।

=================

বেণীমাধব সরকার 
সহযোগী অধ্যাপক 
সিংগাইর সরকারি কলেজ 
সিংগাইর, মানিকগঞ্জ, বাংলাদেশ। 



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল