কবিতা ।। তৈরি হয় এক নতুন বিপ্লবের পটভূমি ।। প্রণব কুমার চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। তৈরি হয় এক নতুন বিপ্লবের পটভূমি ।। প্রণব কুমার চক্রবর্তী

তৈরি হয় এক নতুন বিপ্লবের পটভূমি

প্রণব কুমার চক্রবর্তী 


চক্রবৃদ্ধিহারে ক্রমশ বেড়েই চলেছে দাম্ভিকতা 

সুবোধ বালকেরা সব 
শঙ্খ নিনাদে দিচ্ছে অবিরাম জয়ধ্বনি
পরনে রঙ-বেরঙের সাজ ...

অথচ এই দেশের  অবাধ গনতন্ত্রে 
এখনো
ভুখা শঙ্কিত মানুষ অবাক বিস্ময়ে চেয়ে থাকে
                                              আকাশের দিকে .....

ধর্ষিতার আর্তনাদ চাপা দিয়ে
বীর-পুঙ্গবদের গলায় 
সারাক্ষন বেজে চলে 
                             আনন্দের গান ...

হৃদয় জ্বললে 
লাঞ্ছিত হলে অন্য কোনও অধিকার অথবা 
                                           ক্ষমতার স্তাবকতা 
আঁকা হয়না 
মানবিক কবিতার কোনও অক্ষরলিপি 
কুঁড়ে খাওয়া হৃদপিন্ড থেকে
                         উথলে ওঠে রক্ত
সহ্যের সীমা ছাড়িয়ে
তা থৈ মন্ত্রে নেচে ওঠে উন্মত্ত মানুষ 
অন্ধকার পথে
আলোর দিশা জ্বালাতে
মনের আগুনে পরে নেয় 
                           নতুন আগ্নেয় সাজ 

তৈরি হয় এক নতুন বিপ্লবের পটভূমি ....

=====================
প্রণব কুমার চক্রবর্তী 
এইচ এন রোড , গোল বাগান , কুচবিহার 
পৌরসভা গ্যারেজের বিপরীত দিকের গলি 
কুচবিহার
পিন ৭৩৬১০১

No comments:

Post a Comment